ভ্যাকসিন পাসপোর্ট বির্তক , প্রবর্তন না করার জন্য দুই লাখের বেশি মানুষের স্বাক্ষর
যুক্তরাজ্যে গত বেশ কয়েকসপ্তাহ যাবৎ ভ্যাকসিন পাসপোর্ট বা সার্টিফিকেট চালু নিয়ে বেশ বির্তক হচ্ছে।গতকাল প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, সরকার বিষয়টি পর্যালোচনা করছে।
এরই মধ্যেই দেশটিতে ভ্যাকসিন পাসপোর্ট প্রবর্তন না করার জন্য একটি অনলাইন পিটিশন চালু করা হয়েছে। পিটিশনটিতে ইত্যেমধ্যেই দুই লাখের বেশি মানুষ স্বাক্ষর করেছে। দুই লাখ স্বাক্ষর অতিক্রম করায় এই বিষয়টি নিয়ে পার্লামেন্টে বির্তক হওয়ার সম্ভবনা রয়েছে।
এদিকে সংসদের ওয়েবসাইটে পোস্ট করা পিটিশনে বলা হয়েছে , আমরা চাই সরকার যেন ব্রিটিশ জনগণের জন্য কোন ই-ভ্যাকসিন পাসপোর্ট চালু না করে।
এ বিষয়ে সরকারকে অবশ্যই জনগণের কাছে ভ্যাকসিন পাসপোর্ট এর ব্যবহার সম্পর্কে পরিষ্কার করতে হবে অন্যথায় এ ধরনের পদক্ষেপ এর কারনে সামাজিক সংহতিকে প্রভাবিত করবে বলে পিটিশনে উল্লেখ করা হয়।