যুক্তরাজ্যের ৫৭ শতাংশ জনগণ সরকার এর করোনভাইরাস মহামারী নিয়ন্ত্রণ কার্যক্রমের উপর আস্থা রাখছেন না

এক সমীক্ষায় দেখা গেছে, যুক্তরাজ্যের প্রায় ৫৭ শতাংশ জনগণ সরকার এর করোনভাইরাস মহামারী নিয়ন্ত্রণের কার্যক্রমের উপর আস্থা রাখছেন না। এপ্রিলের পর এবারই প্রথম এত মানুষ সরকারের উপর আস্থা হারিয়েছে।
কিংস কলেজ লন্ডন এবং ইপসোস মোরির গবেষণার ভিত্তিতে এই অনুসন্ধানটি করা হয়েছে। এ গবেষনাটি ২০ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত ১৬ -৭৫ বছর বয়সী মোট ২,২৪৪ জনের উপর জরিপ চালানো হয়েছে।এ জরিপে দশজনের মধ্যে প্রায় সাতজনই বলেছেন ,সরকারের উপর আস্থা হারিয়েছে যা এপ্রিলের শুরু দিক থেকে ১৫ শতাংশ বেশি।
এদিকে একজন সরকারী মুখপাত্র বলেছেন: "সরকার করোনাভাইরাস নিয়ন্ত্রনে দিনরাত কাজ করে যাচ্ছে এবং জনগনের জীবন ও জীবিকা রক্ষার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে।