যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান এনএইচএসের সর্তকতা সর্বোচ্চ স্তরে উন্নীত

যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান এনএইচএসের সর্তকতার স্তর সর্বোচ্চ স্তরে উন্নীত করা হয়েছে। এর ফলে এনএইচএসে কর্মরত কর্মকর্তাদের প্রয়োজন অনুযায়ী দেশের যে কোন প্রান্তে স্থানান্তরিত করা যাবে।
ইংল্যান্ডের এনএইচএস এর স্বাস্থ্য বিভাগের শীর্ষস্থানীয় কর্মকর্তারা বলেছেন , এই শীতে এনএইচএস কঠিন অবস্থার মুখোমুখি হবে । আর এজন্য " তারা খুবই উদ্বিগ্ন । লন্ডনে এক প্রেস ব্রিফিংয়ে বলা হয়েছে, হাসপাতালগুলো সর্বোচ্চ ২০ হাজার করোনা রোগীর সেবা দিতে সক্ষম। এর বেশি রোগী হলে হাসপাতালগুলোতে রুটিন সার্জারির মতো অন্যান্য পরিষেবাগুলো বিঘ্নিত হবে ।
বর্তমানে হাসপাতালগুলো ১০ হাজারেরও বেশি করোনা রোগী চিকিত্সা নিচ্ছে। সংক্রমণের মাত্রা সম্প্রতি সময়ে যে গতিতে বেড়ে চলছে তাতে দেখা যাচ্ছে আগামী সপ্তাহে করোনা রোগী ২০ হাজারের এর কাছাকাছি পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। এনএইচএসের মেডিকেল ডিরেক্টর প্রফেসর স্টিভ পাভিস জানিয়েছেন, হাসপাতালে একজন ব্যক্তির করোনা সংক্রমন থেকে সুস্থ হতে হতে প্রায় ১০ দিন সময় লাগে।যার অর্থ নভেম্বরের মাঝামাঝি করোনা রোগীর হাসপাতালে ভর্তি রেকর্ড সংখ্যকে পৌছে যাবে।
যদি করোনা সংক্রমণের মাত্রা বেড়ে যায় এবং স্থানীয় হাসপাতালগুলো সেবা দিতে ব্যর্থ হয় তাহলে রোগীদের চিকিত্সার জন্য অন্যান্য অঞ্চলে প্রেরণ করা যেতে পারে বলেও মন্তব্য করেন। তবে স্বাস্থ কর্মকর্তারা আশা করেছেন দ্বিতীয় দফা জাতীয় লকডাউন করোনা সংক্রমন কমাতে বড় ধরনের সহায়তা করবে।