যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট বন্ধ করতে সংসদীয় কমিটির সুপারিশ

যুক্তরাজ্যে করোনার নতুন ভ্যারিয়েন্ট দ্রুত ছড়ানোর কারনে দেশটির সঙ্গে বাংলাদেশের আকাশপথে যোগাযোগ সাময়িক বন্ধ করতে বলেছে বাংলাদেশের সংসদীয় কমিটি। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে স্বাস্থ্য মন্ত্রণালয়কে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে বলেছে কমিটি।
আজ বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সংবাদ মাধ্যমকে বলেন, যুক্তরাজ্যে করোনার যে নতুন ভ্যারিয়েন্ট পাওয়া গেছে তা বাংলাদেশে সংক্রমন হয়েছে কিনা তা এখনও নিশ্চিত নয়। এ কারণে আমরা বিমান মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে সাময়িকভাবে ফ্লাইট বন্ধ করতে বলেছি।
শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, মুহিবুর রহমান মানিক, মো. আব্দুল আজিজ, সৈয়দা জাকিয়া নুর সহ অনেকে।