যুক্তরাজ্যে আগামীকাল থেকে শুরু হচ্ছে করোনার টিকা প্রদান

যুক্তরাজ্যে আগামীকাল মঙ্গলবার থেকে করোনা টিকা দেয়া শুরু হচ্ছে।
এটিকে একটি ঐতিহাসিক মুহুর্ত হিসেবে বিবেচনা করা হচ্ছে। বছর শেষের আগেই বৃটেন ফাইজার/বায়োএনটেকের উদ্ভাবিত করোনা টিকার আরো চার মিলিয়ন ডোজ পাবে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তারা। দেশটির ৫৩টি টিকা সরবরাহ কেন্দ্র এরই মধ্যে টিকা প্রদানের জন্য নির্ধারিত করা হয়েছে এবং আজ আরো কিছু কেন্দ্রে টিকা পাঠানো হবে বলেও জানিয়েছেন কর্মকর্তারা।
এদিকে বেলজিয়াম থেকে যুক্তরাজ্যে ফাইজার / বায়োএনটেক ভ্যাকসিনের স্টক নিরাপদে হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য সেনাবাহিনীকে ব্যবহার করা যেতে পারে। পররাষ্ট্র দফতরের মন্ত্রী জেমস ক্লিয়ারলি বিবিসিকে আজ এ কথা বলেন।
তিনি বলেন ,কোভিড -১৯ ভ্যাকসিনটি অগ্রাধিকারের পণ্য এবং সরকার বেসরকারী বিমানের বিকল্পের দিকে নজর দিচ্ছে । ফ্রন্ট-লাইনের স্বাস্থ্য কর্মীরা এবং যাদের বয়স ৮০ বছরের অধিক এবং হোম কেয়ার কর্মীরা প্রথমে ভ্যাকসিন পাবে বলে জানিয়েছেন। এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যাঙ্কক একটি টুইট বার্তায় বলেছেন , যুক্তরাজ্যের সকল জায়গাতেই এখন ভ্যাকসিনের ডোজ রয়েছে।