যুক্তরাজ্যে আবারো বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার

যুক্তরাজ্যে আবারো বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা । গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন ৩০ জন। একই সাথে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ১২৪ জন। গতকাল সোমবার মৃত্যু বরণ করেন ৩ জন । এ নিয়ে দেশটিতে সর্বমোট মৃতের সংখ্যা ৪১ হাজার ৫৮৪ জন।
এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৪২০ জন। গতকাল সোমবার ছিলো ২৯৪৮জন। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৫২ হাজার ৫২০ জন। অন্যদিকে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বৃদ্বির প্রক্ষিতে বিভিন্ন অঞ্চলে আবারো দেওয়া হচ্ছে লকডাউন।
আজ মঙ্গলবার সংসদে স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক জানিয়েছেন, আক্রান্তের হার বৃদ্ধি পাওয়ায় বোলটন শহরে নতুন করে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।এ সময় তিনি বলেন, বোলটনে প্রতি ১ লক্ষ মানুষের মধ্যে ১২০ জন করোনায় আক্রান্ত । শহরটিতে নতুন নিষেধাজ্ঞার আওতায়া এক বাসার মানুষ অন্য বাসায় সোসালাইজেশনের জন্য যেতে পারবেন না।পাশাপাশি রেস্টুরেন্টগুলোতে শুধুমাএ টেকওয়ে সার্ভিস চালু থাকবে।