যুক্তরাজ্যে করোনার নতুন ভ্যারিয়েন্ট আগের ভ্যারিয়েন্ট থেকে ৩০ থেকে ১০০ শতাংশ বেশি প্রাণঘাতী ছিল
গত বছরের শেষ দিকে ব্রিটেনে ছড়ানো করোনাভাইরাসের নতুন ধরনটি আগের প্রভাবশালী ধরনগুলোর চেয়ে ৩০ থেকে ১০০ শতাংশ বেশি প্রাণঘাতী বলে জানিয়েছেন গবেষকরা।
ভাইরাসের এ নতুন ধরনটি নিয়ে যুক্তরাজ্যের গবেষকদের করা একটি গবেষণার ফলাফল বুধবার ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত হয়েছে, সেখানেই বিজ্ঞানীরা এ বিষয়টি তুলে ধরেছেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
গবেষণায় বি.১.১.৭ হিসেবে পরিচিত সার্স-কোভ-২ এর নতুন ধরনে আক্রান্তদের সঙ্গে করোনাভাইরাসের অন্যান্য ধরনে আক্রান্তদের মৃত্যুর হার তুলনা করা হয়।
এই তুলনায় নতুন ধরনটিতে আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার ‘উল্লেখযোগ্যভাবে বেশি’ বলে দেখা গেছে, জানিয়েছেন বিজ্ঞানীরা।
করোনাভাইরাসের বি.১.১.৭ ধরনটি প্রথম সেপ্টেম্বর ২০২০ এ ব্রিটেনে শনাক্ত হয়। তারপর থেকে বিশ্বের শতাধিক দেশে এটি ছড়িয়ে পড়েছে।
এদিকে দেশটিতে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৯২৬ জন এবং মারা গেছেন ১৯০ জন। এছাড়া ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ২ কোটি ২৮ লাখ ৯৮ হাজার ২৯ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১২ লাখ ৫৪ হাজার ৩৫৩ জন।