যুক্তরাজ্যে করোনায় আরো ৬৭ জনের প্রাণহানি ,আক্রান্ত ১৬ হাজার ৯৮২ জন

যুক্তরাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা গতকালের চেয়ে আবারো বৃদ্বি পেয়েছে। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে ১৬ হাজার ৯৮২ জন আক্রান্ত হয়েছেন। যা গতকালের চেয়ে প্রায় ৭০০ জন বেশি।
গতকাল শনিবার ছিলো ১৬,১৭১ জন, শুক্রবার ছিলো ১৫,৬৫০ জন,।আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৭ লাখ ২২ হাজার ৪০৯ জন।
এদিকে গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে আরো ৬৭ জনের। গতকাল শনিবার ছিলো ১৫০ জন, শুক্রবার ছিলো ১৩৬ জন, বৃহস্পতিবার ছিলো ১৩৭ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ৪৩ হাজার ৬৪৬ জন।