যুক্তরাজ্যে করোনায় গত ২৪ ঘন্টায় (বুধবার) মারা গেছে ১ হাজার ১ জন , আক্রান্ত ১৩ হাজার ১৩ জন
যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা গতকালের চেয়ে কিছুটা কমেছে। গত ২৪ ঘন্টায় আরো ১ হাজার ১ জন প্রান হারিয়েছেন। গতকাল এ সংখ্যা ছিল ১ হাজার ৫২ জন । সোমবার মৃত্যুবরণ করেছিলেন ৩৩৩ জন । আজ মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত মোট মৃতের সংখ্যা ১ লাখ ১৪ হাজার ৮৫১ জন।
অন্যদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ১৩ জন। গতকাল ছিলো ১২ হাজার ২৬৪ জন। সোমবার আক্রান্ত হয়ে ছিলেন ১৪ হাজার ১০৪জন । আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩৯ লাখ ৮৫ হাজার ১৬১ জন।
এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ১৩ মিলিয়নের বেশি এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫ লাখ ১৯ হাজার ৫৫৩ জন।