যুক্তরাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা গত সেপ্টম্বরের পর সর্বনিম্ন রেকর্ড
যুক্তরাজ্যে করোনা ভাইরাসের আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা গত সেপ্টম্বরের পর সর্বনিম্ন রেকর্ড করা হয়েছে।
দেশটিতে করোনা পজিটিভ হওয়ার ২৮ দিনের মধ্যে গত ২৪ ঘন্টায় ১০ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।
সংবাদ মাধ্যম স্কাই নিউজ জানিয়েছে, গত ২৪ ঘন্টায় ৩ হাজার ৪২৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন।
এদিকে যুক্তরাজ্যে এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৩ কোটি ১৪ লাখ ২৫ হাজার ৬৮২ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫২ লাখ ৫ হাজার ৫০৫ জন। অর্থ্যাৎ ৫ মিলিয়নের বেশি মানুষ ভ্যাকসিনের উভয় ডোজ নিয়েছেন।
আগামী ১২ এপ্রিল থেকে দুইজন ভিজিটর কেয়ার হোম বাসিন্দাদের দেখা করতে পারবেন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।