যুক্তরাজ্যে ডাক্তার ও নার্সদের আইনী সুরক্ষা দেওয়ার আহবান মেডিকেল সংস্থাগুলোর

যুক্তরাজ্যে করোনা মহামারীর এই কঠিন সময়ে প্রচন্ড চাপের মুখে ডাক্তার এবং নার্সদের চিকিৎসা সংক্রান্ত যে সিদ্বান্তগুলো নিতে হয়, সেজন্য তাদের আইনী সুরক্ষা দেওয়া প্রয়োজন বলে জানিয়েছেন মেডিকেল সংস্থাগুলো।
আজ মন্ত্রীদের কাছে পাঠানো এক চিঠিতে ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশনসহ অন্যন্য সংস্থাগুলো এ মন্তব্য করেন।
চিঠিতে ডাক্তার ও নার্সদের রক্ষায় জরুরী পদক্ষেপ হিসেবে আইন প্রণোয়নের আহবান জানানো হয়েছে। এতে বলা হয় ডাক্তার ও নার্সদের নিয়ন্ত্রনের বাহিরে পরিস্থিতির জন্য তাদের বিরুদ্বে আইনআনুগ ব্যবস্থা নেওয়া সঠিক হবে না।
চিঠিতে আরো বলা হয়, বর্তমান গাইডলাইন অনুযায়ী রোগীদের চিকিৎসা প্রত্যাহার করলে , আইন অনুযায়ী তারা সুরক্ষা নাও পেতে পারেন।
এতে বিদ্যমান গাইড লাইন করোনা মহামারির বিষয়টি আমলে নেয়নি। অন্যদিকে স্বাস্থ্য ও সোসাল কেয়ার বিভাগের একজন মুখপাত্র বলেছেন: নিবেদিত বা ফ্রন্টলাইন এনএইচএস এর কর্মীদের উচিত , কোন আইনি পদক্ষেপ বা ভয় ছাড়াই মহামারীর সময় রোগীদের চিকিৎসা এবং জীবন বাঁচানোর উপর মনোযোগ প্রদান করা।
এদিকে সরকার বলেছে , কর্মীদের আইনি পদক্ষেপে নিয়ে কোন প্রকারের ভয় থাকা উচিত নয় ।