যুক্তরাজ্যে প্রবেশে আন্তর্জাতিক পর্যটকদের করোনা নেগেটিভ পরীক্ষার ছাড়পত্র দেখাতে হবে

আন্তর্জাতিক পর্যটকদের যুক্তরাজ্যে প্রবেশের অনুমতি পাওয়ার আগে অবশ্যই করোনা নেগেটিভ পরীক্ষার ছাড়পত্র দেখাতে হবে বলে জানিয়েছেন যুক্তরাজ্য সরকার।
নতুন করোনাভাইরাস ভ্যারিয়েন্টে বিস্তার রোধে এ ধরনের কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান পরিবহন মন্ত্রী গ্রান্ট শ্যাপস ।
নতুন এই নিয়ম আগামী সপ্তাহে কার্যকর হবে এবং যুক্তরাজ্যের নাগরিক এবং বিদেশী নাগরিকদের ফেরত পাঠানোর ক্ষেত্রেও এ নিয়ম প্রযোজ্য হবে । যুক্তরাজ্যে প্লেন, জাহাজ বা ট্রেনে ওঠা যাত্রীদের ৭২ ঘন্টার কম সময়ের আগে করোনা নেগোটিভ পরীক্ষার ছাড়পত্র দেখাতে হবে , নতুবা পরীক্ষার নেগেটিভ ছাড়পত্র ছাড়াই বর্ডারে আসলে ৫০০ পাউন্ড জরিমানা করা হতে পারে বলেও জানান তিনি ।
এই নিয়ম আনুষ্ঠানিকভাবে শুধুমাত্র ইংল্যান্ডের ক্ষেত্রে প্রযোজ্য হবে ,কিন্তু ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ডের জন্য একই ধরনের পদক্ষেপের ব্যাপারে প্রশাসনের সাথে ঘনিষ্ঠভাবে কাজ কাজ করছে সরকার।
এই পদক্ষেপের কথা ঘোষণা দিয়ে মি: শ্যাপস বলেন: "করোনা প্রতিরোধে আমাদের ইতোমধ্যে উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে , কিন্তু ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট মোকাবেলায় আমাদের আরো সতর্কতা অবলম্বন করতে হচ্ছে ।