যুক্তরাজ্যে বহু নার্স তাদের পেশা ছেড়ে দিতে পারেন বলে সর্তক করেছেন আর সি এন
যুক্তরাজ্যে করোনা মহামারি শেষে বহু নার্স তাদের পেশা ছেড়ে দিতে পারেন বলে সর্তক করেছেন রয়েল কলেজ অব নাসিং বা আর সি এন।
গতকাল দেশটির সরকার এনএইচএস কর্মীদের এক শতাংশ বেতন বৃদ্ধির ঘোষনা দেয়। সরকারের এই ঘোষনা সন্তোষজনক নয় দাবি করে গতকালই ধর্মঘটের পরিকল্পনার কথা জানিয়েছে একটি ইউনিয়ন। এরই ধারাবাহিকতায় আজ নতুন এই সর্তকতা আসল রয়েল কলেজ অব নাসিং এর পক্ষ থেকে।
আর সি এন এর পক্ষ থেকে প্যাট্রিসিয়া মারকুইস টাইস রেডিওকে বলেছেন, এনএইচএস ইংল্যান্ডের কর্মীরা মনে করছেন তারে সঠিকভাবে মূল্যায়ন করা হয়নি।
তিনি বলেন, বহু নার্স তাদের চাকুরী ছেড়ে যাওয়ার পরিকল্পনা করছেন।মহামারী শুরুর দিকে প্রায় ৪০ হাজার নার্সের পদ খালি ছিল এখন সন্তোষজনক বেতন বৃদ্ধি না হওয়াতে আরো নার্সের কাজ ছাড়ার ঘোষনার সত্যই ঝুঁকি রয়েছে।তবে সরকার ১ শতাংশ বেতন বৃদ্ধির ঘোষনাকে সমর্থন জানিয়ে বলেছে, পাবলিক ফাইনান্স ব্যাপক চাপে রয়েছে।