যুক্তরাজ্যে মন্দা কাটিয়ে উঠলেও অর্থনৈতিক প্রবৃদ্ধি অনেকটা নিম্নমুখী

যুক্তরাজ্যে জুলাই থেকে সেপ্টেম্বর এই তিন মাসে অর্থনীতি মন্দা থেকে অনেকটা ঘুড়ে দাড়িয়েছিল কিন্তু দ্বীতীয় লকডাউন শুরু হওয়ার পর থেকে অনেকটা উল্টো চিত্র লক্ষ করা গেছে । অফিস অফ ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স (ওএনএস) বলছে ,জুলাই থেকে সেপ্টেম্বর এ তিন মাসে ১৫.১৫ শতাংশ প্রবৃদ্ধি লক্ষ করা গেছে ।
এ বছরের প্রথম তিন মাসে অর্থনীতির সঙ্কুচিত শুরু হয় এবং এপ্রিল থেকে জুন এ তিন মাসের মধ্যে রেকর্ড পরিমান ১৯.৮ শতাংশ অর্থনীতি সংকুচিত হয়েছিল। যা জুলাই থেকে সেপ্টেম্বর মাসে যুক্তরাজ্যের অর্থনীতি মন্দা অনেকটা প্রত্যাবর্তন করেছিল ।
এদিকে জুলাই থেকে সেপ্টেম্বরে যুক্তরাজ্যে অর্থনীতি অনেকটা প্রত্যাবর্তন সত্ত্বেও , অর্থনীতিবিদ টমাস পুঘ হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন ,দেশের বিভিন্ন স্থানে নতুন করে লকডাউন এর প্রভাবে বছর শেষে অর্থনীতি আবার সংকুচিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য , দ্বীতীয় লকডাউনটি ইংল্যান্ডে ৫ নভেম্বর শুরু হয়েছিল এবং যা দোসরা ডিসেম্বর শেষ হওয়ার কথা রয়েছে।