যুক্তরাজ্যে ২ কোটিরও বেশি মানুষ করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন: ম্যাট হ্যানকক

যুক্তরাজ্যে ২ কোটিরও বেশি মানুষ করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক ।
মি.হ্যানকক বলেন, করোনা নিয়ন্ত্রনে এটি অনেক বড় অর্জন এবং আগামী জুলাই মাসের মধ্যে সরকার সকল প্রাপ্ত বয়স্কদের ভ্যাকসিনের প্রথম ডোজ প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে বলেও জানান তিনি।
এদিকে আগামীকাল সোমবার থেকে ৬০ থেকে ৬৩ বছর বয়সী প্রায় ২০ লক্ষ মানুষকে ভ্যাকসিন এর জন্য চিঠি দেওয়া শুরু করবে এনএইচএস।
অন্যদিকে এনএইচএস ইংল্যান্ডের প্রধান নির্বাহী স্যার সাইমন স্টিভেন্স আশাবাদ ব্যক্ত করে বলেন, মার্চ মাসে ভ্যাকসিন সরবরাহ আরো বাড়ানো হবে।
সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ২ কোটি ৮৯ হাজার ৫৫১ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৭৯ লাখ ৬১ হাজার ১৩২ জন।