যুক্তরাজ্য জুড়ে করোনা সংক্রমণ হার দুই-তৃতীয়াংশ হ্রাস পেয়েছে

চলতি বছরের জানুয়ারি থেকে যুক্তরাজ্যে করোনাভাইরাস সংক্রমণের মাত্রা নিম্নমুখী প্রবণতা লক্ষ করা যাচ্ছে। আজ লন্ডনের ইম্পেরিয়াল কলেজ এর গবেষণায় এ তথ্য উঠে এসেছে ।
লকডাউন শুরু হওয়ার পর থেকে যুক্তরাজ্য জুড়ে সংক্রমণের মাত্রা প্রায় দুই-তৃতীয়াংশ কমে গিয়েছে এবং লন্ডনেই প্রায় ৮০ শতাংশ হ্রাস পেয়েছে ।
এ বিষয়ে ইম্পেরিয়ালের কলেজ এর অধ্যাপক পল এলিয়ট বলেন , সংক্রমণের মাত্রা কমে যাওয়া "সত্যিই উৎসাহব্যঞ্জক" সংবাদ , তবে ভাইরাসের মাত্রা এখনো বেশি , যেখানে ৪ থেকে ১৩ ফেব্রুয়ারি মধ্য প্রতি ২০০ জনে একজনের করোনা পজেটিভ লক্ষ করা যাচ্ছে।
অন্যদিকে ইম্পেরিয়াল কলেজ লন্ডন এক দল গবেষকদের তথ্য মতে , যুক্তরাজ্যে করোনা পজেটিভ জানুয়ারির শুরুতে ১.৫৭ শতাংশ থেকে ফেব্রুয়ারির শুরুতে ০.৫১ শতাংশ নেমে এসেছে এবং লন্ডনে ২.৮৩ শতাংশ থেকে নেমে ০.৫৪ শতাংশ চলে এসেছে ।
এদিকে প্রধানমন্ত্রী বরিস জনসন সোমবার ইংল্যান্ডে লকডাউন শিথীল এর রূপরেখা প্রকাশের আগে করোনাভাইরাসের বিস্তারের উপর ভ্যাকসিনের প্রভাব সম্পর্কে নতুন তথ্য পাওয়ার অপেক্ষায় আছে বলে জানা গেছে ।