যুক্তরাজ্য পুলিশ থেকে প্রায় চার লাখ ডাটাবেজ উধাও !

যুক্তরাজ্য পুলিশের ডাটাবেজ থেকে প্রায় চার লাখ আঙ্গুগুলের ছাপ, ডিএনএ এবং গ্রেপ্তারকৃতদের রেকর্ড হারিয়ে গেছে।
পুলিশ ন্যাশনাল কম্পিউটার (পিএনসি) থেকে জনা যায় , গত সপ্তাহে আনুমানিক ২ লাখ ১৩ হাজার অপরাধের রেকর্ড ,১ লাখ ৭৫ হাজার গ্রেপ্তারকৃতদের রেকর্ড এবং ১৫ হাজার অন্যান্য রেকর্ড কম্পিউটার ত্রুটির কারনে মুছে গিয়েছে।
এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল বলেন , রেকর্ডগুলো স্থায়ীভাবে হারিয়ে গেছে কিনা তা এখনো জানা যায়নি ,তাই রেকর্ড পুনরুদ্ধারের জন্য পুরোদমে কাজ করা হচ্ছে। এর আগে হোম অফিস বলেছিল , ২০২০ সালের নভেম্বর মাসে এ প্রকল্পটি চালু করা হয়েছিল, কিন্তু এই মাসের শুরু থেকে এর ভেতরের ত্রুটি তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়ে ওঠে।
অন্যদিকে হাউস অফ কমন্সে লেবার পার্টির নেতা স্যার কির স্টারমারের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন ,হোম অফিস এ ক্ষতি নিরূপণের জন্য সক্রিয়ভাবে কাজ করছে, এবং তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন , জটিল এ কাজটি সংশোধন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সক্ষম হবে ।
এদিকে আইটিভির গুড মর্নিং ব্রিটেনকে দেওয়া এক সাক্ষাৎকারে মিসেস প্যাটেল বলেছেন, ডাটা মুছে যাওয়ার ঘটনায় একটি অভ্যন্তরীণ তদন্ত শুরু করা হয়েছে ।