শিক্ষা কার্যক্রমের ক্ষতি পুষিয়ে নিতে ৪০০ মিলিয়ন পাউন্ড ঘোষণা প্রধানমন্ত্রী বরিস জনসনের

যুক্তরাজ্যে শিশুদের করোনাভাইরাস মহামারীর কারনে শিক্ষা কার্যক্রমে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে, এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য অতিরিক্ত ৪০০ মিলিয়ন পাউন্ড ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন।
বরিস জনসন বলেন, শিক্ষকেরা তাদের ছাত্রদের শিক্ষা কার্যক্রম সঠিকভাবে চালিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ক্রয়ের জন্য সব মিলিয়ে মোট ৭০০ মিলিয়ন পাউন্ড তহবিল বরাদ্দ করা হয়েছে।
ছুটির দিনে অতিরিক্ত ক্লাস করার জন্য মাধ্যমিক বিদ্যালয়ে এই স্কিম থেকে ২০০ মিলিয়ন বরাদ্দ থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
শিক্ষামন্ত্রী উইলিয়ামসন বলেছেন , আমাদের এই পদক্ষেপ শিশু এবং তরুণদের জন্য গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে। উল্লেখ্য করোনা মহামারীর কারণে প্রায় এক বছর শিক্ষা কার্যক্রম বিঘ্নের পর আগামী ৮ মার্চ শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে ফিরে যাবে বলে আশা করা হচ্ছে।