সামরিক খাত , কৃত্রিম বুদ্ধিমত্তা ও মহাকাশ অভিযানে বরাদ্দ বাড়ানোর ঘোষণা যুক্তরাজ্যের

সামরিক খাত, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মহাকাশ অভিযানে বরাদ্দ বাড়ানোর ঘোষণা দিলো যুক্তরাজ্য ।
গত ৩০ বছরের মধ্যে এটিই দেশটির সর্বোচ্চ সামরিক বরাদ্দ। দেশটির বর্তমান সামরিক বাজেটে যোগ করা হবে আরও অতিরিক্ত সাড়ে ১৬ বিলিয়ন পাউন্ড। ২০২০-২১ অর্থবছরের জন্য দেশটির প্রতিরক্ষা বাজেট ছিলো সাড়ে ৪১ বিলিয়ন পাউন্ড।
এক বিবৃতিতে দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, সাড়া বিশ্বে ব্রিটিশদের প্রভাব বৃদ্ধি , জনগনের সুরক্ষা এবং আধুনিকায়নের অংশ হিসেবে বাজেট এই সিদ্বান্ত নেওয়া হয়েছে। চার বছর মেয়াদি এই পরিকল্পনা হাজার হাজার চাকুরী রক্ষা করবে এবং ৪০ হাজার নতুন চাকুরী সৃষ্টি করবে।
তিনি আরো বলেন, প্রতিরক্ষা বাজেট কর্তনের যুগ শেষ এবং এটি এখানেই সমাপ্ত।এদিকে লেবার পার্টি প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধিকে স্বাগত জানিয়েছে তবে বরাদ্বকৃত অর্থ কোন খাত থেকে জোগাড় হবে সে ব্যাপারে প্রশ্ন তুলেছে।