স্পেন ভ্রমনে ব্রিটিশ নাগরিকদের কোয়ারেন্টিনে থাকতে হবে না
![](https://europentv.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/06/22/spain_guide.jpg?itok=dc6ZIsjE×tamp=1592773768)
যুক্তরাজ্যের পর্যটকরা রবিবার থেকে কোয়ারেন্টিন করা ছাড়াই স্পেন ভ্রমণ করতে পারবেন বলে জানিয়েছেন স্পেনের কর্মকর্তারা ।
স্পেনের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী বিবিসিকে বলেছেন, ব্রিটিশ নাগরিকেরা স্ব-বিচ্ছিন্ন হওয়া ছাড়াই অবাধে স্পেনে প্রবেশের অনুমতি দেওয়া হবে। স্পেনে প্রায় ৪ লক্ষ ব্রিটিশ নাগরিকের দ্বিতীয় বাসস্থান রয়েছে ।
তাদের প্রতি শ্রদ্বা জানিয়ে এই সিদ্বান্ত নেওয়া হয়েছে বলে জানান এই স্প্যানিশ মন্ত্রী ।
তবে বর্তমানে যুক্তরাজ্যে সীমানা অতিক্রম করার ক্ষেএে ব্রিটিশ নাগরিকসহ সব দেশের নাগরিকদের ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন বাধ্যতামূলক । জানা গেছে , আগামী ২৯ই জুন যুক্তরাজ্যে ভ্রমনের ক্ষেএে বিদ্যমান কোয়ারেন্টিন নিয়ম পর্যালোচনা করা হবে । তবে যুক্তরাজ্যের পররাষ্ট্র দফতর এখনও প্রয়োজনীয় আন্তর্জাতিক ভ্রমণ ছাড়া সব ধরনের ভ্রমনের ব্যাপারে নাগরিকদের সর্তক করেছে ।