যুক্তরাজ্যে মুদ্রাস্ফীতি: খাদ্য দ্রব্যের মূল্য গত ৪০ বছরের মধ্যে সর্বোচ্ছ

যুক্তরাজ্যের ক্রমবর্ধমান খাদ্য খরচ ১৯৮২ সালের পর প্রথমবারের মতো মুদ্রাস্ফীতিকে দ্বিগুণ অঙ্কে ঠেলে দিয়েছে। ৪০ বছরেরও বেশি সময় ধরে দ্রব্য মুল্যর দাম দ্রুততম হারে বেড়ে চলছে। যুক্তরাজ্যের অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকস (ওএনএস) বলছে, জুলাই থেকে ১২ মাসে মূল্যস্ফীতি ১০.১ শতাংশে পৌঁছেছে, যা জুন মাসে ছিল ৯.৪% শতাংশ। এদিকে মজুরির চেয়ে পন্য দ্রব্যের দাম দ্রুত বৃদ্ধি পাওয়ায় সাধারন মানুষের ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় সমূহ গৃহস্থালীর বাজেটগুলোকে খেয়ে ফেলছে।
এমন পরিস্থিতিতে ব্যাঙ্ক অফ ইংল্যান্ড বলছে,এ বছর মুদ্রাস্ফীতি ১৩% এর বেশি হতে পারে। মুলত জ্বালানি তেল, পেট্রোল এবং ডিজেলের দাম মূল্যস্ফীতিতে ভূমিকা রাখছে। তবে ওএনএসের মতে, জুলাই মাসে দাম বাড়ার পেছনে খাদ্য ও নন-অ্যালকোহলযুক্ত পানীয়‘র অবদান সবচেয়ে বেশি। এছাড়াও রুটি, খাদ্যশস্য, দুধ, পনির এবং ডিমের দাম দ্রুত বেড়েছে, যেখানে সবজি, মাংস এবং চকোলেটের দামও বেড়েছে।
শুধূ তাই নয় বেড়েছে বিমান ভাড়া,আন্তর্জাতিক রেল টিকিট ও পরিবহন খরচ। চাহিদা বেড়ে যাওয়ায় হলিডে প্যাকেজের দামও বৃদ্ধি পেয়েছে। এদিকে দ্রব্য মূল্যর দাম যেভাবে বাড়ছে তেমনি ভাবে সাধারন মানুষের আয় বৃদ্ধি না পাওয়ায় হিমশিম খাচ্ছে নি¤œ ও মধ্য আয়ের পরিবার গুলো।