ব্রিটিশ এয়ারওয়েজের আরও ফ্লাইট বাতিলের ঘোষণা

যুক্তরাজ্যর এয়ারলাইন কোম্পানাী ব্রিটিশ এয়ারওয়েজ ঘোষণা করেছে, তারা অক্টোবর মাসের শেষ পর্যন্ত বেশ কিছু ফ্লাইট বাতিল করবে। শুধু তাই নয় আসছে শীতে বিমান চলাচলের সময়সূচী থেকে ব্রিটিশ এয়ারওয়েজর হাজারেরও বেশী ফ্লাইট বাতিল হতে পারে। মূলত কর্মী সংকটের কারণেই এ সমস্যায় পড়তে যাচ্ছে এয়ার লাইনটি এবং এ ফ্লাইট বাতিলের বিষয়টি শূরু হয়েছে গত জুলাই থেকেই।
এদিকে এয়ারলাইনটির একজন মুখপাত্র বলেছেন: "যদিও আমাদের বেশিরভাগ গ্রাহক পরিকল্পনা অনুযায়ী ভ্রমণ করবেন, তবে এখন আমরা হাফ টার্মে হলিডে গন্তব্যের ফ্লাইট গুলোকে চালু রাখার চেষ্টা করছি। কিন্তু অক্টোবরের শেষ পর্যন্ত আমাদের আরও কিছু ফ্লাইট বাতিল করতে হবে।
তিনি যোগ করে আরও বলেন, শীতকালীন সময়ে ব্রিট্রিশ এয়ারওয়েজে ভ্রমণকারী যাত্রীদের ভ্রমনের সময়সূচীতে কিছু সমন্বয়ের জন্য নোটিশ দেয়া হচেছ। যার মধ্যে একাধিক পরিষেবা সহ কিছু স্বল্প দূরত্বের ফ্লাইট অন্তর্ভুক্ত রয়েছে।
তবে এ পরিবর্তনগুলো কারনে কোন গ্রাহক প্রভাবিত হলে তাদের ব্রিটিশ এয়ারওয়েজ এর বিকল্প ফ্লাইট অথবা অন্য কোন এয়ারলাইনে ফ্লাইটের ব্যবস্থা করে দেয়া হবে।
শুধু তাই নয় থাকবে অর্থ ফেরতের ব্যবস্থাও। ধারনা করা হচ্ছে শীতকালীন সময়সূচীর জন্য মার্চের শেষ পর্যন্ত মোট ক্ষমতার ৮ শতাংশ সেবা হ্রাস পাবে এবং এটি প্রায় ১০ হাজার ফ্লাইটকে প্রভাবিত করবে।