বেতন এবং পেনশন নিয়ে ধর্মঘটে নামতে যাচ্ছে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয় গুলোর কর্মীরা

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি গুলোর লেকচারার, লাইব্রেরিয়ান এবং প্রশাসক কর্মীরা দেশ জুড়ে বেতন এবং পেনশন নিয়ে ধর্মঘট করবে বলে ঘোষণা দিয়েছে। দেশটির বিশ্ববিদ্যালয় এবং কলেজ ইউনিয়ন সদস্যরা আজ এ ঘোষণা দিয়েছে।
১৫০টি বিশ্ববিদ্যালয়ের মোট ৭০ হাজার ইউসিইউ সদস্যকে দুটি পৃথক ব্যালটে ভোট দিতে বলা হয়েছিল যার একটি বেতন এবং কাজের শর্তে এবং অন্যটি পেনশনের উপর। যদিও এখন পর্যন্ত ধর্মঘটের কোন তারিখ চূড়ান্ত হয়নি।
তবে বিশ্ববিদ্যালয়ের নিয়োগকর্তারা বলছেন, বেতন বৃদ্ধি চাকরিকে ঝুঁকির মধ্যে ফেলবে। এদিকে শিক্ষার্থীদের অনেকেই বিশ্ববিদ্যালয় কর্মীদের ধর্মঘটের পদক্ষেপকে সমর্থন করেছে। ধারনা করা হচেছ এ ধর্মঘটের ফলে শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়নে বিঘœ ঘটতে পারে।
অপরদিকে যুক্তরাজ্যে জুড়ে বিশ্ববিদ্যালয় নিয়োগকর্তাদের প্রতিনিধিত্ব করা সংগঠণ,ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ এমপ্লয়াার্স অ্যাসোসিয়েশন (ইউসিইএ), এই শিক্ষাবর্ষে কর্মীদের জন্য সর্বনিম্ন বেতন গ্রেডের জন্য ৯ শতাংশ সহ মোট ৩ শতাংশ বেতন বৃদ্ধির প্রস্তাব করেছে।
কিন্তু ইউসিইউ সদস্যরা জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়কে বিবেচনায় নিয়ে বেতন বৃদ্ধি চান। মুদ্রাস্ফিতির কারনে বর্তমান জীবনযাত্রার ব্যয় অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় তা দুর্বিষয় হয়ে উঠেছে বলে জানান কর্মীরা।