আগামীকাল ডেনমার্ক এ পবিত্র ঈদ উল আযহা অনুষ্ঠিত হবে
বিশ্ব মহামারী করোনাভাইরা পরিস্থিতির মধ্যেও আগামীকাল ৩১ জুলাই ২০২০ রোজ শুক্রবার ডেনমার্ক এর রাজধানী কোপেনহেগেন এ যথাযোগ্য ধর্মীয়ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে পবিত্র ঈদ উল আযহা অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষ্যে প্রতি বছরের মত এবারও বাংলাদেশীদের পরিচালিত বায়তুল মোকারম মসজিদ এডেনিশ সরকার এর স্বাস্থ্যবিধি অনুসরণ করে সকাল ৭:০০ টা থেকে শুরু করে পর্যায়ক্রমে ৩টি জামাতদারুল আরকামসেন্টার প্রথম জামাত সকাল ৫.৪৫ টা থেকে শুরু করে পর্যায়ক্রমে ৫টি জামাত অনুষ্ঠিত হবে।মসজিদ কমিটির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
ঈদ এর নামাজ এর পর এই মহামারী থেকে পরিত্ত্রানের জন্যে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া ও মোনাজাত পালন করা হবে।
পবিত্র ঈদ উল আজহা বিশ্বব্যাপী ইসলামী বিশ্বাস এবং মুসলমানদের কাছে কুরবানী ঈদ হিসেবে পরিচিত।ইসলামে কুরবানীর ইতিহাস বেশ প্রাচীন।ইসলামের বিভিন্ন বর্ণনা অনুযায়ী, মহান আল্লাহ তা’আলাইসলামের রাসুল হযরত ইব্রাহীমকে স্বপ্ন যোগে তাঁর সব চেয়ে প্রিয় বস্তুটি কুরবানি করার নির্দেশ দেন, “তুমি তোমার প্রিয় বস্তু আল্লাহর নামে কোরবানি কর”।ইব্রাহীম স্বপ্নে এ আদেশ পেয়ে ১০টি উট কোরবানি করলেন।পুনরায় তিনি একই সপ্ন দেখলেন।ইব্রাহীম আবার ১০০ টি উট কোরবানি করেন।[তথ্যসূত্র ]
এরপরেও তিনি একই স্বপ্ন দেখে ভাবলেন, আমার কাছে তো এ মুহূর্তে প্রিয় পুত্র ইসমাইল (আ.) ছাড়া আর কোনো প্রিয়বস্তু নেই।তখন তিনি পুত্রকে কোরবানির উদ্দেশ্যে আরাফাতের ময়দানের উদ্দেশ্যে যাত্রা করেন।যখন ইব্রাহীম আরাফাত পর্বতের উপর তাঁর পুত্রকে কোরবানি দেয়ার জন্য গলদেশে ছুরি চালানোর চেষ্টা করেন, তখন তিনি বিস্মিত হয়ে দেখেন যে তাঁর পুত্রের পরিবর্তে একটি প্রাণী কোরবানি হয়েছেএবং তাঁর পুত্রের কোন ক্ষতি হয়নি।এই ঘটনাকে স্মরণ করে সারাবিশ্বের মুসলিম ধর্মাবলম্বীরা আল্লাহ তা আলার সন্তুষ্টি অর্জনের জন্য প্রতি বছর এই দিবস টি ঈদ উল আযহা নামে উদযাপন করে থাকে।