ডেনমার্কে বাংলাদেশ দূতাবাসের নতুন রাষ্ট্রদূত আল্লামা সিদ্দিকী
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তুরস্কে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এম আল্লামা সিদ্দিকীকে ডেনমার্কে নতুন রাষ্ট্রদূত নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে ।
রাষ্ট্রদূত সিদ্দিকী বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) বিদেশ বিষয়ক ক্যাডারের দশম ব্যাচের অন্তর্ভুক্ত।
কূটনৈতিক জীবনে জনাব সিদ্দিকী বাংলাদেশ মিশন টোকিও, কলকাতা, ইসলামাবাদ এবং লন্ডনে দায়িত্ব পালন করেছিলেন। সর্বশেষ তিনি তুরুস্কের রাষ্ট্রদূত ছিলেন।
দুই সন্তানের জনক জনাব সিদ্দিকী প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জনপ্রশাসনে অনার্স এবং স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেছেন।