শিশু খাদ্য নিরাপত্তা প্রস্তাব পাশ না হওয়ায় কনজারভেটিভ "ক্যারোলিন আনসেল " নিজের সদস্য পদ পত্যাহার
২০২১ সাল পর্যন্ত ছুটির দিনে বিনামূল্যে স্কুলে খাবার দেওয়ার জন্য একটি প্রস্তাব পাশ না হওয়ায় কনজারভেটিভ এমপি "ক্যারোলিন আনসেল "তার সদস্য পদ ছেড়ে দেন । বুধবার সন্ধ্যায় সংসদ সদস্যরা লেবার পার্টির আনা প্রস্তাবটি বিপক্ষে ভোট প্রধান ৩২২ জন ।আর পক্ষে পড়ে মাএ ২৬১টি ভোট । ফলে প্রস্তাবটি প্রত্যাক্ষাত হয়।
শিশুদের ক্ষুধা নির্মুলে এই প্রচারনায় নেতৃত্ব দিচ্ছেন ফুটবলার মার্কাস রাশফোর্ড। তিনি রাজনীতিবিদদের একজোট হওয়ার আহবান জানান এবং রাজনৈতিক প্রভাব মুক্ত থাকার আহবান জানান।
অন্যদিকে স্বরাষ্ট্র দফতরের মন্ত্রী কিট মাল্টহাউস বলেন ,সরকার ওয়েলফেয়ার ব্যবস্থার মাধ্যমে স্বল্প আয়ের পরিবারগুলিকে সহায়তা করছে। তিনি আরো বলেন, ইউনিভার্সাল ক্রেডিট সপ্তাহে ২০ পাউন্ড বাড়ানো হয়েছে। আবাসন সুবিধারজন্য কাউন্সিলগুলোকে ৬৩ মিলিয়ন পাউন্ড সহায়তা করা হয়েছে ।
এদিকে পার্লামেন্টে ভোটের প্রতিক্রিয়ায় মিঃ রশফোর্ড বলেন , শিশু খাদ্য নিরাপত্তা সর্বকালের সর্ববৃহৎ মহামারীতে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে তাই তিনি এমপিদেরও এখনই এটি মোকাবেলার আহবান জানিয়েছেন।