নতুন করে করোনা বিধিনিষেধে ডেনমার্ক !
গত কয়েক দিন ধরে ডেনমার্ক এ করোনা ভাইরাস এর প্রকোপ অবিশ্বাস হারে বেড়েই চলেছে। গত ২৪ ঘন্টায় নতুন করে রেকর্ড সংখক ৮৫৯ জন করোনা ভাইরাস পজিটিভ প্রমাণিত হয়েছেন।এই পর্যন্ত ডেনমার্ক এ করোনা ভাইরাসের আক্রমনে সর্বমোট ৩৮,৬২২ জন ব্যক্তি সক্রমিত হয়েছেন।সর্বমোট মৃত্যু ব্যক্তির সংখ্যা ৬৯৭ জন। (সরকারী তথ্য সূত্র: ডেনিশ স্বাস্থ সংস্থা)
করোনা ভাইরাস এর প্রকোপে পৃথিবীর অনেক শক্তিশালী বাঘা, বাঘা দেশ করুন পরিস্থিতির সম্মুখীন হলেও ডেনমার্কে সেইদিক থেকে কিছুটা ভিন্নধর্মী ছিল। এই বৎসরের মার্চের প্রথম দিকে ডেনমার্কে করোনা ভাইরাস এর সংক্রমণ দেখা যায় এবং আস্তে আস্তে তা বাড়তেও থাকে কিন্তু মেটেফ্রেডরিকসেন এর সরকার এর নেয়া কিছু তড়িৎ পদক্ষেপের কারণে এই মরণঘাতী ভাইরাস তেমন মাথাচাড়া দিতে পারেনি।
কয়েক মাসের সম্পূর্ণ লক ডাউন এর পর সরকার করোনা ভাইরাস এর বিরুদ্ধে যুদ্ধে এক প্রকার জয়ী হয় ! প্রাথমিক অবস্থায় ডেনমার্ক এ করোনা ভাইরাস জনিত কারণে মৃত্যুর হার ছিল শতকরা ৪.৯ ভাগ। তারমধ্যে বেশিরভাগ মৃত ব্যক্তির বয়স ছিল ৮০ থেকে ৯০ এর ঘরে।
পরবর্তীতে সরকার ব্যবসা বাণিজ্য সকল কিছু বিবেচনা করে আস্তে আস্তে স্কুল , কলেজ এবং বিভিন্ন সরকারি / বেসরকারী প্রতিষ্ঠান খুলে দেয়। কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট গুলির যাত্রীগণকে মুখে মাস্ক পরা বাধ্যতা মূলুক করা হয়েছিল।
এর মধ্যে স্কান্ডেনেভিয়ার সাথে সীমান্ত খুলে দেয়ায় এবং বিভিন্ন ফ্লাইট গুলোতে কম পরিসরে হলেও পৃথিবীর বিভিন্ন দেশ হতে ডেনমার্ক এ মানুষ প্রবেশ করতে থাকে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে এই সব কারণে ডেনমার্ক আবার ও করোনা ভাইরাস এর খারাপ পরিস্থিতির সম্মুখীন হয়েছে।
আজ ডেনমার্ক এর প্রধানমন্ত্রী মেটে ফ্রেডিকসেন এক সংবাদ সম্মেলনে সর্বোচ্চ ১০ জনের অধিক লোকজনের সমাগম নিষিদ্ধ করেছেন । যদিও বা অগাস্ট মাসের ১৮ তারিখ হতে বিভিন্ন রেস্তোরাঁ পাব , নাইটক্লাব, বড় বড় পার্টি হল গুলো খোলা ছিল কিন্তু গত কয়েকদিনে করোনা ভাইরাস সংক্রমণের মাত্রা বৃদ্ধি পাওয়ায় সরকার তাঁর সিদ্ধান্ত পরিবর্তন করতে এক প্রকার বাধ্য হয়েছে। এদিকে আজ ডেনিশ সরকার ডেনমার্ক এর সকল পাবলিক ট্রান্সপোর্ট , কলেজ , বিশ্ববিদ্যালয় এবং শপিং সেন্টার গুলিতে প্রবেশ করার সময় সকল জনসাধারণ কে বাধ্যতামূলক মাস্ক পরিধান করার জন্যে সংবাদসম্মেলনে উল্লেখ করছেন। স্বাস্থ মন্ত্রণালয়ের সুপারিশ অনুযায়ী আগামী সোমবার রাত ১০ টার পরে সকল ধরণের কিয়স্ক, সার্কেল কে এবং সেভেনএলেভেন শপ গুলোতে এলকোহল বিক্রি নিষিদ্ধ করেছেন। এই বাধ্যবাধকতা আগামী জানুয়ারী মাসের ২ তারিখ পর্যন্ত বলবৎ থাকবে।
হিল্লোল বড়ুয়া , কোপেনহেগেন , ডেনমার্ক।