আবার ও লকডাউন এর পথে ডেনমার্ক
করোনা পরিস্থিতি গত কয়েকদিন থেকে অস্বাভাবিক ভাবে খারাপ এর দিকে যাওয়ায় ডেনিশ সরকার এর স্বাস্থ মন্ত্রী মাগনুস হেউনিকে গত ০৭ সেপ্টেম্বর ২০২০ , ৫০ জনের অধিক লোকজনকে একসাথে না হওয়ার জন্যে এক প্রজ্ঞাপন জারী করেছে।
তার একদিন পরেই সরকার এর আর একটি বিজ্ঞপ্তিতে এ বলা হয় পারিবারিক অনুষ্ঠান গুলিতে আগত অতিথিরা যাতে অব্যশই ১ মিটার এবং সাধারণ জনগন যাতে সর্বোচ্চ ২ মিটার দূরত্ব বজায় রাখেন।
চলতি সপ্তাহে ডেনমার্ক এ সর্বোচ্চ সংখ্যক ব্যক্তি করোনা ভাইরাস এ আক্রান্ত হয়েছে। এখনো পর্যন্ত সর্বোচ্চ ২০ লক্ষাধিক মানুষ করোনা ভাইরাস এর টেস্ট করিয়েছেন তারমধ্যে ১৮ হাজার ৬ শত ৭ জন ব্যক্তি করোনা ভাইরাস এ আক্রান্ত হয়েছেন। ৬২৮ জন ইতিমদ্ধে মৃত্যুবরণ করেছেন।
এইদিকে ডেনমার্ক এর সাধারণ মানুষজন তাঁদের পূর্বপরিকল্পিত সামাজিক অনুষ্ঠান গুলি আপাতত বন্ধ রাখার ঘোষণা দিচ্ছে , যাতে করে আগত অতিথিরা কোনো ভাবেই করোনা ভাইরাস এ কবলে না পরে।