১৬০০ কর্মী ছাটাই এর ঘোষনা দিল ডান্সকে ব্যাংক
স্বেচ্ছায় পদত্যাগ এবং পেনশন এ যাবার মধ্যে দিয়ে ডান্সকে ব্যাংক অনেকগুলি পদ খালি করার ঘোষণা করেছে । আজ সকালে ডান্সকে ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।
অর্থ সাশ্রয়ের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসাবে ডান্সকে ব্যাংক আশা করছে যে আগামী ৬ থেকে ১২ মাসের মধ্যে ব্যাংক এ ১৬০০ পদ কমানো হবে । ডান্সকে ব্যাংক বর্তমানে ২২,০০০ এরও বেশি লোক কর্মরত আছেন । এর মধ্যে ডেনমার্কে প্রায় ১১,০০০ জন বিভিন্ন পর্যায়ে নিযুক্ত আছেন।
ব্যাংকের সিইও ক্রিস ভোগেলজ্যাং বলেছেন প্রতিশ্রুতিবদ্ধ এবং যোগ্য সহকর্মীদের বিদায় জানানো কখনই সহজ নয় এবং এই বিদায় কে যথাসম্ভব স্মরণীয় ও শ্রদ্ধাজনক করার জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছি।
তবে আর্থিক সেক্টর যে কাঠামোগত পরিবর্তনগুলি হচ্ছে আমাদের সেগুলি সাথে খাপ খাইয়ে নিতে হবে এবং কম দাম এবং তীব্র প্রতিযোগিতামূলকভাবে চলতে থাকলে আমাদের একমাত্র পথ কেবল খরচ কমানো ।
ফিনান্সফোর্ড বুন্দেট, যা আর্থিক কর্মীদের জন্য একটি ট্রেড ইউনিয়ন, ডান্সকে ব্যাংকের এই সিদ্ধান্তে গভীর দুঃখ প্রকাশ করেছে সাথে সাথে যোগ করে বলেন, তারা "দক্ষ এবং অনুগত সহকর্মী" ছিলেন ।স্বেচ্ছাসেবীর পদত্যাগের জন্য আবেদন করার জন্য কর্মীদের সুযোগ ২৫ অক্টোবর পর্যন্ত প্রযোজ্য।
এদিকে ডেনমার্ক এর বিভিন্ন অর্থনীতিবিদরা জানিয়েছেন, গত বেশ কয়েক মাসে করোনা কালীন দুর্যোগ এর কারণে ডেনমার্ক এর অর্থনীতি কিছুটা বিপর্যস্ত। মানুষ দিন দিন তাদের চাকুরী হারাচ্ছে , বিভিন্ন ছোট খাটো ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। নতুন করে চাকুরীর সুযোগ খুবই কম। তথাপি , ডেনিশ সরকার বিভিন্ন প্রণোদনা ঘোষণার মধ্যে দিয়ে সরকারি এবং বেসরকারী প্রতিষ্ঠান গুলোকে সাহায্য করার আপ্রাণ চেষ্টা করছে। কিন্তু এই ধারাবাহিকতা কতদিন চলবে কেও নির্দিষ্ট করে বলতে পারে না।
এদিকে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত ডেনমার্ক এ সরকারের বেঁধে দেয়া নিয়মাবলী যেমন , সকল প্রকার রেস্তোরাঁ , পাব , রাত ১০ টার পর বন্ধ করা , সামাজিক কোনো অনুষ্ঠান নিরুৎসায়িত করা , এবং জনসাধারণের ব্যবহৃত যোগাযোগ মাধ্যম ট্রেন , বাস , টেক্সী গুলিতে অবশ্যই মুখে মাস্ক পরা বলবৎ থাকবে।