ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু করলো "সিলেট সমিতি ডেনমার্ক "
মনোজ্ঞ এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে ৩৬০ আউলিয়ার দেশ পূন্যভূমি বৃহত্তর সিলেট সমিতি ডেনমার্ক । সংগঠনটির অভিষেক উপলক্ষে ডেনমার্ক এর রাজধানী কোপেনহেগেন এর স্থানীয় একটি হল রুম এ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে বর্ণিল আয়োজনে এক অভিষেক এবং ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।ডেনমার্ক এর বিভিন্ন শহরে বসবাসকারী বৃহত্তর সিলেট জেলা থেকে আগত প্রবাসী বাংলাদেশীরা এতে অংশগ্রহন করেন।
অমিত রায় এর সিলেটের আঞ্চলিক ভাষায় সাবলীল উপস্থাপনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক হাবিবুর রহমান , অর্থ সম্পাদক মাহবুব আলম , উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ সরফ উদ্দিন চৌধুরী , নজরুল আলম , সভাপতি সাইফুল আলম , প্রচার সম্পাদক হোসাইন রিপন, মহিলা সম্পাদক মনোয়ারা বেগম। অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরান থেকে তেলওয়াত পাঠ করেন মাহি শেহজাদ, পবিত্র গীতা থেকে পাঠ করেন তপু রায়। শিশু কিশোরদের ব্যাপক অংশগ্রহন ছিল লক্ষণীয়। এছাড়াও অনুষ্ঠানে ছিল দেশীয় হরেক রকমের পিঠা এবং বিভিন্ন মজাদার খাবারের ব্যাপক আয়োজন।সংগঠকরা জানিয়েছেন, বৃহত্তর সিলেট থেকে আগত প্রবাসীরা মিলেমিশে থাকার জন্য এবং বিশেষ করে প্রবাসে বেড়ে উঠা নতুন প্রজন্মের কাছে সিলেট এবং বাংলাদেশকে তুলে ধরার জন্যই তাঁরা এই সংগঠন গড়ে তুলেছেন।
প্রবাসের শত ব্যস্ততার মাঝেও এই সংগঠন সকলকে ঐক্যবদ্ধ রাখবে এবং অসাম্প্রদায়িকতা এবং দেশীয় সংস্কৃতিকে বুকে ধারন করে দূর প্রবাসে ঐক্যবদ্ধ ভাবে চলাই হবে সংগঠনটির মুল লক্ষ্য-
উক্ত অনুষ্ঠানের পূর্বে সকলের মতামতের ভিত্তিতে বৃহত্তর সিলেট সমিতি তিন জনকে উপদেষ্টা এবং ১৭ সদ্যস বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।
উপদেষ্টা কমিটির সদস্য বৃন্দ হলেন ১.মোঃ সরফ উদ্দিন চৌধুরী ২.নজরুল আলম ৩.সোহরাব হোসাইন।কমিটির সদস্য বৃন্দ হলেন সভাপতি সাইফুল আলম , সহ সভাপতিঃ নাছরু হক , সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ,সহ - সম্পাদক ফাহাদ হুসেন শিপু ,সাংগঠনিক-সম্পাদক শাব্বির আহমেদ ,সহ -সাংগঠনিক সম্পাদক অমিত রায় ,অর্থ -সম্পাদক মাহবুব আলম, প্রচার সম্পাদক হোসাইন রিপন , সহ -প্রচার সম্পাদক মাহি শেহজাদ ,সাংস্কৃতিক সম্পাদক জামাল আহমেদ , ছাত্র -বিষয়ক সম্পাদক আহসান রাজু কমিটির অন্য সদস্য বৃন্দ হলেন , অনু মিয়া ,শফিকুর রহমান, শাহেদ আহমেদ ,মাহবুবুর রহমান ,মুহিবুর রহমান ,রেদওয়ান ।
পরিশেষে রাতের খাবারের মধ্যে দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি করা হয়