করোনা ভাইরাসের কারনে ডেনমার্কে জরুরী অবস্থা এবং সীমান্ত বন্ধ ঘোষণা

ইউরোপের দেশ ডেনমার্ক করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। দেশটির সরকারের পক্ষ বলা হয়, থেকে করোনা ভাইরাসের প্রার্দুভাব মোকাবেলায় ডেনমার্কের সকল সীমান্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ঘোষণা আজ শনিবার ১৪ মার্চ দুপুর থেকে ১৩ ই এপ্রিল শনিবার পর্যন্ত কার্যকর থাকবে। শুধুমাত্র অতিপ্রয়োজনীয় সেবা , খাবার এবং ওষুধ পরিবহন ছাড়া অন্যান্য সকল পরিবহন ডেনমার্ক এর ভেতর প্রবেশ নিষেধ। পাশাপাশি আকাশ সীমা বন্ধ ঘোষণা করা হয়েছে।
এছারাও "সমস্ত পর্যটক এবং বিদেশী নাগরিক যারা ডেনমার্কে অবস্তান করছেন তাদের ডেনমার্কের থাকার অনুমতি আছে কি না খতিয়ে দেখা হবে। তবে "ডেনিশ নাগরিক দের তেমন কোন বিধি নিষেধ থাকছে না। এমটাই নিশ্চিত করেছেন ডেনিশ প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন ।
ডেনিশ মিডিয়া বলছে সশস্ত্র বাহিনী এবং পুলিশ সীমান্ত পর্যবেক্ষণ করবে, তারা আশা করছে। শনিবারের মধ্যে এই প্রক্রিয়া পুরোপুরি চালু হবে । সীমান্তে এবং বিমানবন্দরে পাসপোর্ট নিয়ন্ত্রণে কঠোর এবং কঠিন ব্যবস্থা নেয়া হয়েছে ।
এখন পর্যন্ত ডেনমার্ক এ করোনা ভাইরাস এর কারণে ১ জনের মৃত্যুর খবর জানা গেছে। সর্বমোট ৮০১ জন ব্যক্তি করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।