করোনা ভাইরাস মোকাবেলায় স্কুল এবং বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়েছে ডেনমার্ক সরকার

ডেনমার্কের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শুক্রবার ১৩ মার্চ থেকে দু'সপ্তাহের্ জন্যে বাড়িতে থাকার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। সমস্ত অভ্যন্তরীণ সাংস্কৃতিক প্রতিষ্ঠান যেমন লাইব্রেরি ১৩ ই মার্চ শুক্রবার থেকে এবং দুই সপ্তাহের জন্যে বন্ধ হয়ে যাচ্ছে। পাশাপাশি সমস্ত সরকারী কর্মচারীদের শুক্রবার থেকে দুই সপ্তাহের জন্যে বাড়িতে নিরাপদে থাকার জন্যে আহবান করা হয়েছে। এছারাও সমস্ত স্কুল এবং ডে কেয়ার সোমবার ১৬ মার্চ থেকে বন্ধ থাকবে।
সংক্রমণের বিস্তার কমাতে ট্রেন লাইনের জন্য টিকিটের প্রয়োজনীয়তা প্রবর্তন করা হয়েছে। মেতি ফ্রেডেরিক্সেন, বড় ধরনের সব জনসমাগম নিষিদ্ধ করেছেন। শুধু তাই নয় সমস্ত নাইট ক্লাব এবং বার গুলি বন্ধ রাখারও পরামর্শ দেন। তিনি আরও ঘোষণা করেছেন, জরুরি আইনের মাধ্যমে ১০০ এরও বেশি অংশগ্রহণকারীদের সকল অনুষ্ঠান নিষিদ্ধ করা হবে।
প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন সংবাদ সম্মেলনে বলেন, ডেনমার্কে দিনের পর দিন আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে এবং এ থেকে সবাইকে সাবধানতা অবলম্বন করতে হবে। ডেনমার্কে এখন পর্যন্ত ৫১৪ জন আক্রান্ত হয়েছে।