গনতন্ত্র পুনরুদ্বারের মাধ্যমে মানুষের অধিকার প্রতিষ্ঠিত করাই শাহাদৎ বার্ষিকীর প্রতিজ্ঞা,ডেনমার্ক শাখা বিএনপির সভাপতি
করোনা মহামারির প্রেক্ষাপটে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি, বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান - এর ৩৯ তম শাহাদাৎবার্ষিকীতে ডেনমার্ক বিএনপির পক্ষথেকে ভার্চুয়াল আলোচনা সভা করেছে দলটি।
ডেনমার্ক বিএনপির সভাপতি -গাজী মনির আহমেদ এক ভিডিও বার্তায় বলেন, ‘প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশের মানুষের হৃদয়ের মনিকোঠায় এবং ভালোবাসার মধ্যে বেঁচে আছেন তিনি বাংলাদেশের মানুষ কে এগিয়ে নিয়ে যেতে সকল কে ঐক্যবদ্ধ করেছিলেন খুব অল্পসময়ের মধ্যে। আমরা ডেনমার্ক বিএনপি তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। তিনি তার ভিডিও বার্তার মাধ্যমে দেশবাসীর কাছে আহবান জানান আসুন ৩০ মে এই মহান রাষ্ট্রনায়ককে স্মরণ করি এবং তিনি যে কাজগুলো করে যেতে পারেননি, সেই অসুম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করার জন্যে আমরা বিএনপি একযোগে একতাবদ্ধ হয়ে কাজ করি।’ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ডেনমার্ক বিএনপি ডেনিশ সরকারের বিধিনিষেধ মেনে এক দোয়া মাহফিলের আয়োজন করেছেন বলে বি এন পি সভাপতি জানান।