ডেনমার্কে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ২৬২ জনে
ডেনমার্কে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাড়িয়েছে ২৬২ জনে। আজ মঙ্গলবার ১৭২ জন নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হয় । গতকাল সোমবার পর্যন্ত যা ছিল ৯০ জনের মত। এছারাও দেশটির স্কুল বন্ধ করে দেয়া হয়েছে এবং তেলেরদাম কমেছে । একদিনে এটি ডেনমার্কে সর্বোচ্চ রুগীর আক্রান্তের সংখ্যা ড্যানিশ এজেন্সি জানিয়েছে, ১১০১ জন বর্তমানে করোনার কোয়ারেন্টাইনে রয়েছেন। কোভিড -১৯ এ রোগের লক্ষণ, হালকা সর্দি,শ্বাসকষ্ট হতে পারে।
এটি প্রাথমিকভাবে বয়স্ক এবং সুবিধাবঞ্চিত নাগরিকদের জন্য বিপজ্জনক। সংক্রমণটি নিয়ন্ত্রণে রাখতে ডেনিশ কর্তৃপক্ষ শুক্রবার থেকে বড় জনসমাগমের ইভেন্টগুলি বাতিল করার পরামর্শ দিয়েছে। মঙ্গলবার, সরকার করোনার প্রাদুর্ভাবের ফলে ব্যবসায়ীদেরকে সহায়তা করার জন্য বেশ কয়েকটি উদ্যোগ গ্রহন করেছে। অন্যান্য বিষয়গুলির মধ্যে, সরকার সংস্থাগুলিকে ভ্যাট এবং কর স্থগিত করার অনুমতি দেবে। যার মোট মূল্য ১২৫কোটি ডলার। ব্যবসায়িক খাতে, করোনার বিস্ফোরণটি বিশেষত পরিবহন শিল্পের পাশাপাশি হোটেল, রেস্তোঁরা ও পর্যটন শিল্পকে প্রভাবিত করেছে।
ভাইরাসজনিত কারণে পাবলিক ট্রান্সপোর্টে নতুন ব্যবস্থাও চালু করা হয়েছে। মঙ্গলবার পরিবহন মন্ত্রী যাত্রীদের ট্রেন, বাস বা পাতাল রেল পথে ভ্রমণ না করার আহ্বান জানিয়েছে। ডেনমার্ক স্বাস্থ্য মন্ত্রণালয়ের সুত্র মতে আক্রান্তের সংখ্যা আরো বাড়তে পারে। তাই যে হারে এই ভাইরাসে আক্রান্ত রোগীদের সংখ্যা বাড়ছে তাতে ব্যাপক স্বাস্থ্য ঝুঁকির আশংকায় সাধারন নাগরিকদের বিশেষ সতর্কতা অবলম্বন ও স্বাস্থ্যপরীক্ষার পরামর্শ দিয়েছেন ড্যানিশ সরকার।
এদিকে নতুন করে আক্রান্ত হচ্ছেন রাজধানী কোপেনহেগেন এর বাসিন্দারা। আক্রান্তদের সবাইকে আইসোলেটেড ব্যাবস্থায় রাখা হয়েছে। এদিকে দেশটিতে জানিয়েছে অধিবাসীসহ প্রবাসী বাংলাদেশীরা ভীষন আতংকে দিন কাটাচ্ছেন।একে অপরের নিচ্ছেন খোঁজখবর।
এই আতংকের কারণে প্রবাসী বাংলাদেশীরা সামনের মাসে পরিকল্পিতকয়েক টি বড় বড় সামাজিক অনুষ্ঠান বাতিল ঘোষনা করেছে। অনেকে বাংলাদেশে সহ বিভিন্ন দেশে ভ্রমণ করার পরিকল্পনা ইতিমধ্যে বাদ দিয়েছেন।