ডেনমার্কে করোনা সংক্রমণের বিস্তার প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে
করনা ভাইরাসে ডেনমার্কের ৯০ জন লোক সংক্রামিত হয়েছে । এছাড়াও দেশটির উচ্চ বিদ্যালয় বন্ধ এবং তেলেরদাম ডুবে গেছে । মাত্র কয়েক দিনের ব্যাবধানে ডেনমার্কে করোনা আক্রান্তের সংখ্যা ২০ জন থেকে বেড়ে ৯০ জন শনাক্ত। অন্যদিকে স্ক্যানডিনেভিয়ার পার্শ্ববর্তী দেশ নরওয়েতে ২০৫, সুইডেনে ২৪৮ জন এই ভাইরাসে সংক্রমিত। ডেনমার্ক স্বাস্থ্য মন্ত্রণালয়ের সুত্র মতে আক্রান্তের সংখ্যা আরো বাড়তে পারে। তাই যে হারে এই ভাইরাসে আক্রান্ত রোগীদের সংখ্যা বাড়ছে তাতে ব্যাপক স্বাস্থ্য ঝুঁকির আশংকায় সাধারন নাগরিকদের বিশেষ সতর্কতা অবলম্বন ও স্বাস্থ্যপরীক্ষার পরামর্শ দিয়েছেন ড্যানিশ সরকার।
এদিকে নতুন করে আক্রান্ত হচ্ছেন রাজধানী কোপেনহেগেন এর বাসিন্দারা। আক্রান্তদের সবাইকেআইসোলেটেড ব্যাবস্থায় রাখা হয়েছে। এদিকে দেশটিতে স্থানীয়অধিবাসীসহ প্রবাসী বাংলাদেশীরা ভীষন আতংকে দিন কাটাচ্ছেন।একে অপরের নিচ্ছেন খোঁজখবর।
এই আতংকের কারণে প্রবাসী বাংলাদেশীরা সামনের মাসে পরিকল্পিতকয়েক টি বড় বড় সামাজিক অনুষ্ঠান বাতিল ঘোষনা করেছে। অনেকে বাংলাদেশে সহ বিভিন্ন দেশে ভ্রমণ করার পরিকল্পনা ইতিমধ্যে বাদ দিয়েছেন।