ডেনমার্কে মসজিদ গুলোতে জুম্মার নামাজ বন্ধ ঘোষনা
করোনা আতংকে আজকে ডেনমার্কে জুমা’র নামাজ বন্ধ ঘোষণা করেছে মসজিদ কতৃপক্ষ। কোপেনহেগেনের বাংলা মসজিদ তাদের জুমার নামাজের কার্যক্রম স্থগিত করেছে । শুধু বাংলাদেশি মসজিদ নয় কোপেনহেগেনের অন্যান্য কমিউনিটির পরিচালনাধীন মসজিদ জুমার নামাজ স্থগিত করার বার্তা দিয়েছে বিভিন্ন প্রচার মাধ্যমে। শুধু ধর্মীয় উপাসনালয় বা মসজিদ নয় সকল প্রকার জনসমাবেশ নিষিদ্ধ করা হয়েছে, যেখানে ১ এক শত জনেরও বেশি মানুষের জমায়েত হবার সম্ভাবনা রয়েছে।
এর আগে ডেনমাকের্র প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসন গত বুধবার রাতে জনসমাবেশ নিষিদ্ধ সহ স্কুল কলেজ বন্ধ ঘোষনা করেছিলেণ। এদিকে ডেনমার্কে বর্তমানে আক্রান্তের সংখ্যা আজকে বেড়ে ৭৮৮ জনে গিয়ে উন্নীত হয়েছে যা গতকালের চেয়ে ১০০ জনেরও বেশী।