ডেনমার্ক আওয়ামীলীগের বিজয় দিবস উদযাপন
ডেনমার্ক এর রাজধানী কোপেনহেগেন এর একটি রেস্টুরেন্ট এ ডেনমার্ক আওয়ামী লীগের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে এক বিজয় সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন , মহান মুক্তিযুদ্ধে নিহত জাতির শ্রেষ্ট সন্তান এবং সকল শহীদ দের স্মরণে ১ মিনিট নিরবতা পালন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন ডেনমার্ক আওয়ামীলীগের সর্বস্তরের নেতৃবৃন্দ। আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা বাবু সুভাষ ঘোষ ।
সংঘঠনের ভারপ্রাপ্ত সভাপতি খোকন মজুমদার এর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান। বক্তব্য রাখেন যুগ্ন সাধারণ সম্পাদক নঈম বাবু , বোরহান উদ্দীন , বেলাল হোসেন রুমি, সাংঘঠনিক সম্পাদক গোলাম শামীম , শামীম খালাসী ,সাইফুল হুসাইন প্রমুখ। বক্তারা মহান মুক্তিযুদ্ধের স্মৃতি চারণ করে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ নেতৃত্বে, ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে দিয়ে ১৯৭১ সালে ১৬ ডিসেম্বর বাংলাদেশ পরাধীনতার হাত থেকে মুক্তি পেয়ে স্বাধীন সর্বোভৌম রাষ্ট্র হিসেবে বিশ্ব মানচিত্রে নিজেদের জায়গা করে নেয়।
আলোচনায় বাংলাদেশ আওয়ামীলীগের ২১ তম কাউন্সিল এ নবনির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে শেষে রাতের খাবার পরিবেশন করা হয়।