নতুন করে করোনা ভাইরাস সংক্রমণ এর ফাঁদে ডেনমার্ক !

গত কয়েক দিন ধরে ডেনমার্ক এ করোনা ভাইরাস এর প্রকোপ উর্ধগতির দিকে যাচ্ছে। গত ৭২ ঘন্টায় নতুন করে ৩৭৩ জন করোনা ভাইরাস পজিটিভ প্রমাণিত হয়েছেন। (সরকারী তথ্য সূত্র: ডেনিশ স্বাস্থ সংস্থা)
করোনা ভাইরাস এর প্রকোপে পৃথিবীর অনেক শক্তিশালী বাঘা, বাঘা দেশ কুপোকাত হলেও ডেনমার্কে সেইদিক থেকে কিছুটা ভিন্নধর্মী ছিল। মার্চের প্রথমে দিকে ডেনমার্কে করোনা ভাইরাস এর সংক্রমণ দেখা যায় এবং আস্তে আস্তে তা বাড়তেও থাকে কিন্তু মেটেফ্রেডরিকসেন এর সরকার এর নেয়া কিছু তড়িৎ পদক্ষেপের কারণে এই মরণঘাতী ভাইরাস তেমন মাথাচাড়া দিতে পারে নি।
কয়েক মাসের সম্পূর্ণ লকডাউন এর পর সরকার করোনা ভাইরাস এর বিরুদ্ধে যুদ্ধে এক প্রকার জয়ী হয় । প্রাথমিক অবস্থায় ডেনমার্ক এ করোনা ভাইরাস জনিত কারণে মৃত্যুর হার ছিল শতকরা ৪.৯ ভাগ। তারমধ্যে বেশিরভাগ মৃত ব্যক্তির বয়স ছিল ৮০ থেকে ৯০ এর ঘরে।
পরবর্তীতে সরকার ব্যবসা বাণিজ্য সকল কিছু বিবেচনা করে আস্তে আস্তে স্কুল , কলেজ এবং বিভিন্ন সরকারি ও বেসরকারী প্রতিষ্ঠান খুলে দেয়।
এইদিকে গ্রীষ্মের ছুটিতে ডেনিশরা এই বছর বিভিন্ন জায়গায় যেমন থাইল্যান্ড, ইন্দোনেশিয়া , সিঙ্গাপুর , তুরুস্ক যেতে না পারলেও তাঁরা ডেনমার্ক এর অভ্যন্তরে বিভিন্ন পর্যটন কেন্দ্র গুলোতে ভিড় জমায় এবং স্কান্ডেনেভিয়ার আরেক শক্তিশালী দেশ সুইডেন ব্যতীত নরওয়ে , আইসল্যান্ড এবং ফিনল্যাণ্ড এ পরিবার পরিজন সহ বেড়াতে যায়।
এর মধ্যে বিভিন্ন ফ্লাইট গুলোতে কম পরিসরে হলেও পৃথিবীর বিভিন্ন দেশ হতে ডেনমার্ক এ মানুষ প্রবেশ করতে থাকে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে এই সব কারণে ডেনমার্ক আবার ও করোনা ভাইরাস এর প্রকোপে পড়তে যাচ্ছে।
এখনো পর্যন্ত সরকার ২০০ জনের অধিক লোকজনের সমাগম নিরুৎসাহিত করছে। যদিও বা অগাস্ট মাসের ১৮ তারিখ হতে বিভিন্ন রেস্তোরাঁ পাব , নাইটক্লাব, বড় বড় পার্টি হল গুলো খোলার কথা ছিল কিন্তু গত কয়েকদিনে করোনা ভাইরাস সংক্রমণের মাত্রা বৃদ্ধি পাওয়ায় সরকার তাঁর সিদ্ধান্ত পরিবর্তন করতে এক প্রকার বাধ্য হয়েছে। এদিকে ডেনিশ সরকার ডেনমার্ক এর পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করার সময় জনসাধারণ কে মাস্ক পরিধান করার জন্যে উৎসাহিত করছেন। গত শনি এবং রবিবার ডেনমার্ক এ প্রচন্ড গরম অনুভূত হয়েছে। রবিবার কোপেনহেগেন এর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রী সেলসিয়াস।