রোববার ডেনমার্ক এ পবিত্র ঈদ
হিল্লোল বড়ুয়া , কোপেনহেগেন , ডেনমার্ক
আজ শুক্রবার মধ্যপ্রাচ্যের অন্য দেশের মতো ইউরোপের অন্যতম সম্মৃদ্ধশালী দেশ ডেনমার্ক এ ২৯তম রোজা পালন করা হয়েছে। তাই আগামীকাল ডেনমার্ক এ ৩০তম রোজা পালিত হবে। তবে, আগামী রোববার পবিত্র শাওয়াল মাসের প্রথম দিন মুসলিম সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে।
এইদিকে করোনা ভাইরাসের লকডাউন এর বিভিন্ন বিধিনিষেধের মধ্যে ঈদ এর জামাত (নামাজ) অনুষ্ঠানের জন্যে ডেনমার্ক এর রাজধানী কোপেনহেগেন এ অবস্থিত বাংলাদেশীদের পরিচালিত বায়তুল মোকারম এবং দারুল আরকাম সেন্টার, ড্যানিশ সরকারের ১০ জনের বিধিমালা মেনে চলে পবিত্র ঈদ -উল - ফিতর এর সালাত এর আয়োজন করতে যাচ্ছে।
করোনা সংক্রমণ ও বিস্তার রোধে ডেনিশ সরকার ও স্বাস্থ্য দফতরের জারি করা নির্দেশিত সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি সম্পর্কিত বিধিনিষেধ ধর্মীয় প্রতিষ্ঠান গুলোর উপরও আরোপিত হওয়ার কারণে ডেনমার্কে অন্য মসজিদ গুলোর মতই প্রতিদিনের পাঁচ ওয়াক্ত নামাজ এবং তারাবিসহ রোজার মাসের নিয়মিত কর্ম পরিচালনা সীমিত করে দিতে হয়েছিল।
বিভিন্ন বিধিনিষেধের মধ্যে উল্লেখযোগ্য :
মসজিদের অভ্যন্তরে সর্বাধিক ৫০ জন মুসল্লি অবস্থান করতে পারবেন। (৪ স্কয়ার মিটার করে একজন মুসল্লি সাথে মসজিদের অভ্যন্তরে একে অপরের মধ্যে কমপক্ষে দুই মিটার দূরত্ব বজায় রাখবেন। নামাজের জামাতে দাঁড়ানো ক্ষেত্রেও দুই মিটার দূরত্ব থাকতে হবে।মসজিদের বাহিরে উন্মুক্ত নামাজের জামাত দাঁড়ানো ক্ষেত্রে মুসল্লিদের একে অপরের মধ্যে এক মিটার দূরত্ব থাকতে হবে। মসজিদে অজুর স্থানে সাবান এবং হ্যান্ড স্যানিটাইজার থাকবে। মসজিদে প্রবেশপথ বাহির হবার পথ ভিন্ন থাকবে। মুসল্লিদের নিজ নিজ বাসা থেকে ওজু , প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে জায়নামাজ নিয়ে আসবেন। মসজিদে জামায়াত শেষে মুসল্লিগনের কোলাকুলি এবং পরস্পর হাত মেলানো পরিহার করার জন্য কমিটি অনুরোধ করছে।
বায়তুল মোকারম এবং দারুল আরকাম সেন্টার এ ঈদের নামাজে প্রত্যেকটিতে পাঁচ থেকে সাতটি টি জামাত অনুষ্ঠিত হবে।