স্কটিশ পার্লামেন্টে সর্বদলীয় ঈদুল আজহার অভ্যর্থনার আয়োজন
বৃহস্পতিবার (১৯ জুন) স্কটিশ পার্লামেন্ট একটি সর্বদলীয় ঈদুল আজহার অভ্যর্থনার আয়োজন করা হয়েছে, যেটি ইসলামি ক্যালেন্ডারের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব।এই সন্ধ্যা ছিল চিন্তন, সংহতি ও যৌথ উদ্দেশ্যের প্রতীক।এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল ফয়ছল চৌধুরী এমএসপি (লেবার), ড. পাম গোসাল এমএসপি (কনজারভেটিভ), এবং উইলি রেনি এমএসপি (লিবারেল ডেমোক্র্যাট)-এর পৃষ্ঠপোষকতায়। অনুষ্ঠানটি গার্ডেন লবিতে অনুষ্ঠিত হয় এবং...
সর্বাধিক ক্লিক