করোনা ভাইরাস ঠেকাতে ডেনমার্ক সরকারের ত্রিপক্ষীয় চুক্তি
ডেনমার্ক এর শ্রম বাজারে বেকারত্ব ঠেকাতে দেশটির প্রধানমন্ত্রী মেটে ফেডেরিক্সন ১৫ই মার্চ ত্রিপক্ষীয় চুক্তি উপস্থাপন করলেন। কর্মীদের চাকুরিচ্যুত হবার পরিপ্রেক্ষিতে ডেনিশ ব্যবসায়ীদের কোটি কোটি ক্রোনোর সহায়তা প্রদানের জন্য নতুন এ ত্রিপক্ষীয় চুক্তির ঘোষণা দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, আপনারা কর্মচারীদের ২ সপ্তাহের জন্যে ছুটিতে পাঠান তবে কাউকে বরখাস্ত করবেন না। তার কারন এটি দেশের অর্থনীতিকে মারাত্মক হুমকির মুখে ফেলবে।
চুক্তিটি এমন সংস্থাগুলোর জন্যে প্রযোজ্য যেখানে কমপক্ষে ৩০ শতাংশ কর্মচারী বা কমপক্ষে ৫০ জন কর্মচারী কর্মরত। কোম্পানিগুলিকে এ অবস্থা চলাকালীন পুরো মজুরি প্রদান অব্যাহত রাখতে হবে। চুক্তিতে বলা হয়েছে যে, তারা সকল কর্মচারীদের চাকুরীতে বহাল রাখবে কোন বরখাস্ত নয়। নতুন এই স্কিমটি ৯ই মার্চ থেকে কার্যকর হবে।
ডেনিশ বিজনেসের প্রধান নির্বাহী ব্রায়ান মিক্কেলসেন গতকাল শনিবার বলেছেন, আমাদের গোয়েন্দা তথ্য রয়েছে যে আগামী সপ্তাহের প্রথম দিকে হাজার হাজার লোককে চাকুরিচ্যুত করা হতে পারে । তিনি আরো উল্লেখ করেছে, যদি করোনা ভাইরাস এর প্রাদুর্ভাব এপ্রিল -মে মাসের শেষ পর্যন্ত চলতে থাকে তবে সেক্ষেত্রে অনেক মানুষ চাকুরী হারাতে পারে।
শনিবার রাতে এ চুক্তিটি দ্রুত সমঝোতা হয়েছে এবং এটি শ্রমিক, নিয়োগকারী এবং সরকারের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি। রবিবার এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন (এস) এই চুক্তিটি উপস্থাপন করে বলেছেন, করোনার ফলে ডেনমার্ককে অর্থনৈতিক সঙ্কট এড়াতে হলে আমাদের ডেনিশ ব্যবসায়ী এবং কর্মীদের যতটা
সম্ভব সঙ্কট থেকে দূরে রাখতে আমাদের যথাসাধ্য চেষ্টা করতে হবে। তিনি আরো যোগ করে বলেন ,এটি ডেনিশ পার্লামেন্ট দ্বারা অনুমোদিত হতে হবে, কিন্তু এটি একটি আনুষ্ঠানিকতা মাত্র তিনি চুক্তিটিকে "সময়োপযোগী " হিসাবে অভিহিত করেছেন। এদিকে শেষ খবর পর্যন্ত ৮৬৪ জন করোনা আক্রান্ত রুগী শনাক্ত করা হয়েছে এবং ২ জন নিবিড়পর্যবেক্ষণ কেন্দ্রে ও ৩জন মৃত।