ডেনমার্কে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে !
পৃথিবীর অন্য দেশগুলোর মত করে ডেনমার্কে বৈশ্বিক মহামারীর করোনাভাইরাস সংক্রমণের মাত্রা হু হু করে বেড়েই চলেছে। ডেনিশ স্বাস্থমন্ত্রণালয় পরিচালিত সংস্থা গুলোর প্রাপ্ত তথ্য মতে:ডেনমার্কে করোনাভাইরাস আক্রান্ত হবার পর সতর্কতামূলক ব্যবস্থা গ্রহন করে তা নিয়ন্ত্রণে নিয়ে আসে। অন্যদিকে পুরো ডেনমার্কে করোনা ভাইরাস ছড়িয়ে না পড়ার জন্যে প্রায় শুরু থেকেই নানা ধরনের সতর্কমূলক কর্মসূচি সাথে লক ডাউন করার পরে এর বিস্তার কিছুটা কমানো হয়েছিল কিন্তু হটাৎ করে গত ২ সপ্তাহ থেকে এর বিস্তার আবার বাড়তে থাকে।
পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার এর ক্ষেত্রে অবশ্যই মুখে মাস্ক থাকা এবং সর্বোচ্চ ৫০ জনের বেশী জনসমাগম নিষিদ্ধ এবং ব্যক্তিগত অনুষ্ঠান নিরুৎসায়িত করা কর্মসূচি হাতে নেওয়া হলেও এর বিস্তার কমছে না।
সরকারী বিধিনিষেধ অমান্যকারী ব্যক্তি কে সর্বোচ্চ ২৫০০ ডেনিশ ক্রোনার ফাইন করা হবে এই মর্মে প্রজ্ঞাপন জারী করা হয়েছে ।
সম্প্রতি দেশটিতে কোভিড-১৯ সংক্রমণ ক্রমাগতভাবে বেড়ে চলায় উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির সামাজিক বিষয়ক এবং স্বরাষ্ট্র মন্ত্রী অ্যাস্ট্রিড ক্র্যাগ (এস)।
অন্যদিকে ডেনমার্কের প্রতিটি স্কুল খুলে যাওযায় উদ্বেগ উৎকণ্ঠার মধ্য দিয়ে দিন পার করছে অভিভাবকরা। ইতিমধ্যে পাঁচটি স্কুলে একািধক ব্যক্তির শরীরে নতুন করে করোনা শনাক্তের পর সর্তকতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে কর্তৃপক্ষ। কেবল একজন সংক্রমিত হয়েছে এমনটি প্রমাণ হওয়ার সাথে সাথে একটি ডে কেয়ার ইনস্টিটিউট মেরিহেনেন থেকে ১১৩ জন বাচ্চা কে তাদের নিজ নিজ বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে।
উত্তর জটল্যান্ডের গ্যানড্রপ স্কুল থেকে আজ সোমবার নবম ও অষ্টম শ্রেণির বেশ কয়েকজন শিক্ষার্থীকে বাড়ি পাঠানো হয়েছে। তারা অন্য স্কুলের একজন শিক্ষার্থীর সাথে সামাজিক ইভেন্টে অংশগ্রহণ করেছিল। যারা কোভিড -১৯ এর টেস্টে পজিটিভ প্রমাণিত হয়েছে।
আজ স্বাস্থ্য কর্তৃপক্ষ ৩৪৭ টি নতুন করোনা রোগীর খবর দিয়েছে।তবে গত ২৪ ঘন্টায় কোনও মৃত্যু ঘটেনি।উল্লেখ্য সর্বশেষ তথ্য অনুযায়ী ডেনমার্কে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২০হাজার ২৩৭ জন, মৃতের সংখ্যা ৬৩৫ জন এবং সুস্থ হয়েছেন ১৬ হাজার ৪৩৭ জন।