করোনা: যুক্তরাজ্যে নোভাভ্যাক্সের ভ্যাকসিন ট্রায়ালে ৮৯.৩ শতাংশ কার্যকারিতা প্রমাণ

যুক্তরাজ্যে বড় ধরনের ট্রায়ালে নোভাভ্যাক্সের ভ্যাকসিন করোনার বিরুদ্ধে ৮৯ দশমিক ৩ শতাংশ কার্যকারিতা প্রমাণ পাওয়া গেছে।
ভ্যাকসিনটির তৃতীয় পর্যায়ের ক্লিনিকাল ট্রায়ালের যুক্তরাজ্যে ৮৯ দশমিক ৩ শতাংশ কার্যকারিতা প্রমাণ পাওয়া যায়।
এ বিষয়ে প্রধানমন্ত্রী বরিস জনসন ভ্যাকসিনটির ট্রায়ালের ফলাফলকে সুসংবাদ অ্যাখ্যা দিয়ে বলেন , যুক্তরাজ্যের নিয়ন্ত্রক সংস্থাগুলো ভ্যাকসিনের কার্যকারিতা আরো খতিয়ে দেখবে।
বিবিসির মেডিকেল এডিটর ফার্গুশ ওয়ালশ বলেছেন , এ ভ্যাকসিনটি যুক্তরাজ্যে পাওয়া করোনার নতুন স্টেইনের বিরুদ্ধেও প্রতিষেধক হিসেবে কাজ করছে ।নোভাভ্যাক্সের প্রধান নির্বাহী স্টান এর্ক যুক্তরাজ্যে পরীক্ষামূলক ব্যবহারের ফলাফলকে দুর্দান্ত অ্যাখ্যা দিয়ে বলেছেন, তারা এমনটাই প্রত্যাশা করছিলেন।
তিনি আরো জানিয়েছে , পরীক্ষামূলক ভাবে ১৮ থেকে ৮৪ বছর বয়সের ১৫ হাজারের বেশি মানুষ অংশ নিয়েছে , এদের মধ্যে ২৭ শতাংশেরই বয়স ৬৫ বছর এর বেশি।
যুক্তরাজ্য এখন পর্যন্ত অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা ১০০ মিলিয়ন, ফাইজার এর বায়োএনটেক ৪০ মিলিয়ন ও মডার্নার ১৭ মিলিয়ন এ তিনটি ভ্যাকসিন জরুরি ব্যবহার বা প্রয়োগের অনুমতি দিয়েছে।