লকডাউন শিথীলের রোডম্যাপ নির্ধারণ হবে আগামী সোমবার: বরিস জনসন

আগামী সোমবার যুক্তরাজ্যের লকডাউন শিথীলের ব্যাপারে রোডম্যাপ নির্ধারণ করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী বরিস জনসন।
আজ প্রধানমন্ত্রী সাংবাদিকদের বলেন, আগামী সোমবার লকডাউন কিভাবে শেষ করা যায় তার রুপরেখা প্রকাশ করা হবে, কিন্তু তিনি সতর্ক করে বলেন উচ্চহারে সংক্রমণের কারনে বিধি নিষেধ শিথিলে কিছুটা বিলম্ব হতে পারে।
এদিকে লেবার পার্টি বলেছে ,সরকারকে অবশ্যই ভাইরাসের বিস্তার রোধে আরো ব্যবস্থাসহ আর্থিক সহায়তা এবং কর্মক্ষেত্রের হালনাগাদকৃত নির্দেশিকা প্রনয়ন করতে আহ্বান জানান।
টরি এমপিদের একটি দল মে মাসের আগে লকডাউন তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন।
অন্যদিকে ইংল্যান্ডের শিক্ষার্থীরা ৮ মার্চ স্কুলে ফিরতে পারবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মি: জনসন বলেছেন ,আমরা সর্বাত্মক চেষ্টা করছি ৮ই মার্চ স্কুল খোলার জন্য ।
এদিকে ব্যবসা এবং আতিথেয়তা খাত পুনরায় খোলার তারিখ নিয়ে জল্পনা শুরু হলেও তার বেশীরভাগই নাকচ করে দিয়েছে ডাউনিং স্ট্রিট।