বৈদেশিক সাহায্য কমানোর নতুন পরিকল্পনা যুক্তরাজ্যের

বৈদেশিক সাহায্য কমানোর নতুন পরিকল্পনা করেছে যুক্তরাজ্যে সরকার।
সরকার বলেছে, আগামী অর্থবছরেও, বৈদেশিক সাহায্য, মোট জাতীয় আয়ের ০.৭ শতাংশ থেকে ০.৫ শতাংশে কমিয়ে আনবে, যেখানে প্রায় ৪ বিলিয়ন পাউন্ড সঞ্চয় হবে।
এ ব্যাপারে চ্যান্সেলর ঋষি সুনাক বলেন, মহামারীর সময় অর্থ সঞ্চয়ের জন্য এমনটা করা হচ্ছে তবে তা "সাময়িক" সিদ্ধান্ত বলে দাবি করেন তিনি।
এমন পরিস্থিতিতে, মন্ত্রীরা সম্প্রতি ত্রাণ বাজেট সাময়িকভাবে কমানোর আইন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন।
পাবলিক প্রসিকিউশনের একজন প্রাক্তন পরিচালক, লর্ড ম্যাকডোনাল্ড, এ সিদ্ধান্তকে আইনসম্মত নয় বলে অভিহিত করেছেন। তবে প্রতিরক্ষামন্ত্রী, বেন ওয়ালেস, রবিবার, জোর দিয়ে বলেছেন, সরকারের বাজেট কমানোর অধিকার আছে।
এদিকে, বরিস জনসন প্রতিশ্রুতি দিয়ে বলেন, ২০১৫ সালের আন্তর্জাতিক উন্নয়ন আইনে বর্ণিত ০.৭ শতাংশ লক্ষ্যমাত্রা, অর্থনৈতিক পরিস্থিতির স্বাভাবিক হলেই, পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা হবে, তবে কবে নাগাদ ফিরে আসবে তা প্রকাশ করেননি মি: জনসন।