মধ্য বয়সীরা দীর্ঘ কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশী

যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান অফিস -ওএনএস এর এক সমীক্ষায় দেখা গেছে, প্রতি পাঁচ জনের মধ্যে একজন পাঁচ সপ্তাহ পর্যন্ত এবং সাতজনের মধ্যে একজন ১২ সপ্তাহ পর্যন্ত দীর্ঘ দিন ধরে করোনার লক্ষণ বজায় থাকতে পারে।
সাধারনত যারা করোনাভাইরাসে আক্রান্ত হয় ,বেশীরভাগই কয়েক দিন বা কয়েক সপ্তাহের মধ্যে ভালো বা সুস্থবোধ করেন এবং বেশিরভাগই অক্রান্ত রোগী ১২ সপ্তাহের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে উঠেন।
কিন্তু কিছু মানুষের উপসর্গ দীর্ঘস্থায়ী হতে পারে বলে এমন তথ্য উঠে এসেছে। জরিপে বলা হয়েছে , ৩৫ থেকে ৪৯ বছর বয়েসীরা দীর্ঘ কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশী। যাদের প্রথমে করোনার মৃদু উপসর্গ ছিল তাদের এখনো দীর্ঘমেয়াী সমস্যা হতে পারে বলে জানা গেছে।
এছাড়াও জরিপে আরো উঠে এসেছে ,গত ৬ ফেব্রুয়ারি থেকে চার সপ্তাহে যুক্তরাজ্যে ১ শমিক ১ মিলিয়ন মানুষ করোনায় আক্রান্ত হয়েছে।
এদিকে দীর্ঘ কোভিড-১৯ মোকাবেলায় ১০ মিলিয়ন পাউন্ড বিনিয়োগ করেছে এন এইচ এস ইংল্যান্ড।