যুক্তরাজ্যে কলের পানিতে বিষাক্ত পিএফএএস এর মাত্রা অনেক বেশি বলে জানান বিজ্ঞানীরা

বিজ্ঞানীরা উদ্বিগ্ন যে বিষাক্ত পিএফএএস- এর গ্রহণযোগ্য মাত্রা যা ,"ফরেভার কেমিক্যাল" নামে পরিচিত যুক্তরাজ্যের পানীয় জলে খুব বেশি মাত্রায় আছে। সূত্র: বিবিসি
বিবিসির একটি গবেষণায় দেখা গেছে যে প্রায় অর্ধেক নমুনার ক্ষেত্রে পিএফএএস এর মাত্রা ইউরোপীয় নিরাপত্তার মাত্রা ছাড়িয়ে গেছে। কিন্তু কোনটিই বর্তমান যুক্তরাজ্যের নিরাপত্তা স্তর অতিক্রম করেনি।
রাসায়নিকগুলো নন-স্টিক প্যান, খাদ্য প্যাকেজিং, কার্পেট, আসবাবপত্র, অগ্নিনির্বাপক ফোমের মতো অনেক পণ্যে রয়েছে। এটি ক্যান্সার সহ বিভিন্ন রোগের সাথে সম্পর্কিত।
যুক্তরাজ্যে ড্রিংকিং ওয়াটার ইন্সপেক্টরেট এর নির্দেশনা অনুযায়ী, অবশ্যই পানীয় জলের প্রতি লিটারে (এনজি/লি) ১০০ ন্যানোগ্রামের কম পিএফএএস রাসায়নিক থাকতে হবে। তার উপরে গেলে মাত্রা কমানোর জন্য ব্যবস্থা নিতে হবে।
গ্রিনউইচ ইউনিভার্সিটির সাথে কাজ করে বিবিসি ৪৫টি কলের পানির নমুনা নিয়েছে। ল্যাবরেটরি বিশ্লেষণে দেখা গেছে যে কোনোটিই ১০০(এনজি/লি) মাত্রা অতিক্রম করেনি।
কিন্তু ২৫টি নমুনায় পিএফএএস ছিল, এবং চারটিতে মাত্রা ছিল ১০ (এনজি/লি) এর উপর, যার অর্থ বর্তমান নির্দেশিকা অনুসারে, স্থানীয় স্বাস্থ্যসেবা পেশাদারদের সাথে পরামর্শ করতে হবে এবং স্তরগুলো পর্যবেক্ষণ করতে হবে।
প্রায় অর্ধেক নমুনা ইউরোপীয় ফুড স্ট্যান্ডার্ড এজেন্সির সহনীয় সীমা ২.২ (এনজি/লি) অতিক্রম করেছে।