জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনায় সংহতি জানিয়ে হাইড পার্কে হাজার হাজার মানুষের বিক্ষোভ
জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ অব্যাহত রয়েছে। আর এর বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইউরোপ সহ পৃথিবীর বিভিন্ন দেশে । লন্ডনেও হাজার হাজার বিক্ষোভকারী হাইড পার্কে জড়ো হয়েছেন । সংবাদ মাধ্যম স্কাই নিউজ জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্ষোভের সাথে সংহতি প্রকাশের জন্য লন্ডনে এই বিক্ষোভের আয়োজন করা হয়।
বিক্ষোভকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে ‘যেখানে ন্যায় বিচার নেই , সেখানে শান্তি নেই ’এই শ্লোগান দিতে থাকে । এক প্রতিবাদকারী স্কাই নিউজকে বলেন ,তিনি চান মানুষ যাতে বন্ধুবান্ধব, পরিবার এবং সহকর্মীদের পাশে দাঁড়ায় ।এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের বিক্ষোভ সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন ,"সেখানে যা ঘটছে তা হৃদয় বিদারক"। এদিকে বেশিরভাগ প্রতিবাদকারী মুখোশ বা গ্লাভস পরেছিলেন এবং ব্ল্যাক লাইভস ম্যাটার , উই উইল নট সাইলেন্ট স্লোগান দিতে থাকে ।
এছাড়া ব্রিটেনের পুলিশ বলেছে যে ,তারা মার্কিন যুক্তরাষ্ট্রে সহিংসতা ও ধ্বংসযজ্ঞের কারণে "আতঙ্কিত"।উল্লেখ্য গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিসে জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনায় বিশ্বব্যাপী ক্ষোভ ছড়িয়ে পড়ে ।