লুটনে ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত শাহানারা নাসের

মাহমুদুর রহমান তারেক : যুক্তরাজ্যের লুটন বারা কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত শাহানারা নাসের (মমতা)।মঙ্গলবার (২০ মে) লুটন বারা কাউন্সিলের বার্ষিক সভায় তাঁকে ডেপুটি মেয়র নির্বাচিত করা হয়।মেয়র নির্বাচিত হয়েছেন কাউন্সিলর এমি নিকলস।লুটন কাউন্সিলে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নারী হিসেবে তিনি এই দায়িত্ব পেলেন।আগামী এক বছর বাংলাদেশি অধ‍্যুষিত লুটন বারা কাউন্সিলে ডেপুটি...