ইউরোপের সফল ব্যবসায়ীদের সম্মননা জানাবে এনটিভি ইউরোপ
যুক্তরাজ্যে থাকা প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীদের বিশ্বদরবারে তুলে ধরতে ও তাদের কাজের স্বীকৃতি দিতে ২০১৬ সালে এনটিভি ইউরোপ প্রথম বারের মত আয়োজন করেছিলো বিজনসে ফ্রেন্ড্রস এনটিভি রিকগনিশণ সিরিমনি। জমকালো সে আয়োজনে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে থাকা সফল ব্যবাসায়ীদের কাজের স্বীকৃতি দেয় এনটিভি। একই চাদের নিচে সেদিন জড়ে হয়েছিলো রেস্টুরেন্ট ব্যবসায়ী,আবাসন ব্যবসায়ী,ডাক্তার, ব্যারিস্টার,ইঞ্জিনিয়ার,বিজনেস টাইকুন, এমপি,মন্ত্রী সহ নানা শ্রেনী পেশার মানুষ। ছবি:...
বিস্তারিত